এই বিশাল পৃথিবী
মাথার উপর রাতের আকাশ
রাতের অন্ধকার জ্ব্যোৎস্নার আলো
মিলে এক কালচে নীলাকাশ।
আকাশে ঢাউশ আকারে পূর্ণিমার চাঁদ-
শরতের ভেসে বেড়ানো সাদা তুলার ভেলা-
আমারও ইচ্ছা ভেসে বেড়ায় দূর বহুদূরে-
সেখানে আছে আমার পৌছানোর লক্ষ্য।
আমার জীবন কিংবা মৃতু্য-
আমার স্বপ্ন কিংবা বাস্তবতা
আমার সফলতা কিংবা ব্যর্থতা
আমার কর্মফলই হবে যথার্থ সত্যতা।
অশৈশব ফুল পাখি নদী সাগর বাতাস
আমার পরমায়ু হবে জীবন হবে বিশাল
আকাশ।
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০০৬ সকাল ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



