"লোকটা তাহলে এবার মরেই গেল?"
লোকজন তাই বলে অথচ আমি তো
ভাবি লোকটা বেঁচেই গেল অবশেষে।
পিস্তলের ট্রিগারেই মুক্তির সমন
ছিল তার, সে তাই করল প্রয়োজনে
যা তার অবশ্যম্ভাবী, ছিল অনিবার্য।
"আত্মহত্যা কোনো সমাধান নয়।" এই
মুখস্থ বলি তোমরা কতকাল বলে
যাবে? তাহলে কী সমাধান বলে যাও
এইসব হতভাগাদের? প্রতারিত
যারা, একাকীত্বের দহনে চিরকাল
পুড়ছে তাদের বাঁচার উপায় বলো।
না কি তোমাদের ঈর্ষা হয় এ মুক্তিতে?
তোমরা বুঝি বোঝো না আর্তের বেদন?
২০ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ
মালিবাগ, ঢাকা।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




