
ক্রমাগত ক্ষত বাড়ে, বাড়ে রোগ-শোক;
আঘাতটা দিয়ে যায় পরিচিত লোক।
এমনই সে আঘাত ছিন্নভিন্ন করে
মনটা বিষ-ব্যথায় তিলেতিলে মরে।
বলা যায় না, সওয়া যায় না এমন
বুকের ভেতর তোলে তীব্র আলোড়ন।
কোনোকিছু বলতে গেলেই উল্টো মিছে
হাজারও অভিযোগ এসে যায় পিছে।
ঘুণাক্ষরেও যাদের সাথে সংস্রব
নেই, মাথায় তুলতে হয় সেইসব।
আমি যেন একটা গৃহপালিত প্রাণি,
সময়ে যেন বাড়িয়ে দেই গলাখানি।
যে যেমনে পারে গলায় চালাক ছুরি,
ব্যথা পেলেও যেন একটুও না নড়ি।
আমার প্রকৃতি এমনই নিদারুণ,
প্রতিদিন, প্রতিরাত হতে হয় খুন।
আজন্ম সইতে হয় ব্যর্থতার গ্লানি,
দিনেদিনে বাড়ে কেবলই পেরেশানি।
জন্ম হতে স্তব্ধ যেন আমার জবান,
সয়ে যেতে হয় সব দুঃখ-অপমান।
৫ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ
মালিবাগ, ঢাকা।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০২২ রাত ১১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




