
২০১৩ সালের আজকের দিনে (৫ই অক্টোবর) সামহোয়্যার ইন ব্লগের সঙ্গে যুক্ত হয়েছিলাম। অ্যাকাউন্ট খুলে দিয়েছিল বিশ্ববিদ্যালয়ের জনৈক সহপাঠী সামিরুল। প্রথম পোস্ট করেছিলাম ২০১৪ সালের ২৮শে জানুয়ারি (‘শীতের সকালে’ নামে একটি কবিতা। পরে সেটি মুছে ফেলেছিলাম।)। পরবর্তী পোস্ট ছিল ‘চৈতালি প্রভাত’ নামে একটি কবিতা। পরের বছরের নভেম্বরে ব্লগার খায়রুল আহসান সেখানে মন্তব্য করেন।
কবিতার পাঠক তেমন না পেয়ে ধর্ম ও রাজনীতি নিয়ে লেখালেখি শুরু করলাম। পাশাপাশি গল্প-কবিতাও চলল। আমার সবচেয়ে ভালো সময় কেটেছে ২০১৫ সালে। সে সময় এক ঝাঁক সম্ভাবনাময় ব্লগার যুক্ত হয়েছিলেন সামহোয়্যারে। নিত্য-নতুন বিষয় নিয়ে তারা লেখালেখি করেছেন। দারুণ সব মন্তব্য করেছেন। তখন ব্লগিংয়ের মজা পেয়ে যাই।
জীবনের নানান চড়াই-উৎরাই লেখালেখিকে বাধাগ্রস্ত কেরেছে বটে (ভালুকা-গাজীপুর-ঢাকার জীবন), তবে ব্লগ বা লেখালেখি ছেড়ে যাইনি। অনেক ঘটনাই কবিতা ও গল্প আকারে এসেছে। আমার গল্পগ্রন্থ ‘কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়’-তে অনেক ঘটনাই তুলে ধরা হয়েছে।
আজ পুরোনো কিছু লেখা সংশোধন করছিলাম; এর মাঝে চোখ গেল ব্লগিং পরিসংখ্যানে। সেখানে দেখলাম এই প্ল্যাটফর্মে এক যুগ পার করে ফেলেছি। এই এক যুগে অনেকের সাথেই জানাশোনা হয়েছে। পরবর্তীতে তাদের অনেকের সাথে দেখা-সাক্ষাৎও হয়েছে। সুসম্পর্ক তৈরি হয়েছে।
এই দীর্ঘ ব্লগিংয়ে পেয়েছি অনেককিছুই। অনেকে দারুণ দারুণ সব মন্তব্য করে উপদেশ, বুদ্ধি-পরামর্শ দিয়েছেন, যা আমাকে লেখালেখিতে সহায়তা করেছে। তাদের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই।
পূর্ববর্তী বছরগুলোতে বর্ষপূর্তির পোস্ট-
ব্লগ লিখেছি ১১ বছর ১ সপ্তাহ
১০ পেরিয়ে ১১ বছরে- সময়টা কম নয়
ব্লগ জানাচ্ছে আমার ব্লগিংয়ের বয়স ৯ পেরিয়ে ১০ এ পড়েছে
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০২৫ রাত ১২:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


