লাভ ক্ষতির হিসাব মিলাতে
প্রতিনিয়ত ছুটছে মানুষ
ধীরে কিংবা অস্থির পায়ে
বিপন্ন জীবনের বোঝা বয়ে ।
এরই মাঝে আকাশে কষ্টের মতো
বাঁকা চাঁদ উঠে ... রাত নিঃঝুম হয়ে গেলে
অভিমানি কোন একাকী যুবক
শিষ ভাঙ্গে শহরের রাস্তায়
দুপাড়ে আছড়ে পরা স্রোত খেলায় মাতে
মাঝখানে স্নিগ্ধ স্রোতস্বীনি
জোৎস্নার ঝিলমিল বুকে চলে আপন মনে
কখনও জানা হলো কেন এই তুমুল ছুটে চলা ?
স্বপ্ন আর ভালোবাসার জগৎ নিয়ে
মোহাচ্ছন্ন আমরা
সুখ নামের সোনার হরিণ না পেয়ে ভ্রুকূটি
তিরষ্কার জনে জনে
ভালোবেসে বিভোর থাকতে চাই
বলেছিলাম বলে বন্ধুরা হেসেছিল
যে যা বলুক আমিতো গিয়েছি জেনে
তুমিও জানো আমরা কি পেয়েছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




