আমার যতো দুঃখ কষ্ট, মিতালীর একশ অভিমান;
ওর যতো আশাবাদ, আমার অসংখ্য আগুন।
মানবিক মাগে বসন্তের জুস নেই অবশিষ্ট,
আবেগের স্ট্র দিয়ে চুক চুক করে খেয়ে নিচ্ছে সময়!
ঘরদোর আটকে ভীষণ অন্ধকারে
বিষন্নতার সাথে লাঞ্চ সেরে নিচ্ছি আমি,
তুমি এসে মুক্তি দাও মিতালী!
মনের ফাগুন তোমার বনের আগুনে
পুড়িয়ে দাও!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



