মিটার চালিত (চলতে রাজি হওয়া) CNG তে আজকের অভিজ্ঞতা:
১। প্রথম ২ কিলোমিটারের পর প্রতি ৬০০-৭০০ মিটারে ১ কিলোমিটারের বিল ওঠে।
২। প্রতি ৩০-৪০ সেকেন্ডে ১ মিনিট ওয়েটিং এর বিল ওঠে।
৩। নামার পর চালক অতিরিক্ত টাকা দাবি করে। ১৪০ টাকা বিল ওঠায় আমার কাছে ১৫০ টাকা চায়। না দিতে চাইলে বলে যে, ৫০ বা ১০০ টাকার মাঝামাঝি বিল উঠলে নাকি তা ৫০ বা ১০০ টাকা মিল করে দেয়ারই নিয়ম!
৪। নামার পরও CNG-র মিটার চালু করে রেখে আযথা তর্ক করে মিটারের বিল বাড়িয়ে সেই বর্ধিত বিল দাবি করে।
৫। গন্তব্য পছন্দ না হলে যেতে রাজি হয় না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


