নেকাব্বররা এখন আর মরেনা
তারা ধুকে ধুকে বাঁচে।
সময়ের পরিক্রমায় রাম রাজত্বের অ সত্য দুর্ভিক্ষ টা ;
এখন ইংরেজি নাম ধারন করেছে কারো কারো কাছে।
কারন সে তো আর নেকাব্বর না
যে না খেয়ে অখাদ্য কুখাদ্য খেয়ে
রাস্তার ধারে মরে পরে থাকবে।
সে এখন বসবাস করে বিশ্বব্যংক এর ঠান্ডা ঘরে।
কিংবা আই এম এফ এর গোল টেবিলে,
বসে চাইনিজ চাউমিন খায়।
তাকে আমরা বাচিঁয়ে রাখি পাহাড়া দেই,
কারন সে না বাঁচলে উনারা বাচবেনা।
নেকাব্বরের নুতন নাম হিডেন হাঙ্গার।
বাঁচিয়ে রাখো যুগে যুগে,
বাধিয়ে দাও ওপেন হাঙ্গার।
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০০৮ বিকাল ৪:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




