ঈদ এর কটা দিন বাড়ীতে কাটাবো বলে বাড়ি যাবো। এটাই স্বাভাবিক। কিন্তু এত অঘটন ঘটবে জানা ছিলো না। ঈদের আগের দিন ঢাকা থেকে রউয়ানা হই, বাসে করে যেতে যেতে রাত বেজে যায় ২ টা।
এক ফ্রেন্ড তাসলিম মটোর সাইকেল নিয়ে আসে নিয়ে যেতে। কিন্তু কি যে বৃষ্টি শুরু হলো ভাষায় বজানো যাবে না। আবার ও লেট।
বাড়ী গেলাম ঈদের দিন বিকালে।
চলে এলাম পর দিন কলমাকান্দা, মোটর সাইকেল না পেয়ে বাধ্য হয়ে উঠলাম মুড়ির টিনে সরি বাস!!! এ
নেত্রকোনার কাছে এসে বাস করল ব্রেক ফেইল !!! ও আল্লাহ মরি নাই বেচে আছি। হাত পা একটু কেটে গাছে এই যা।
আশার কথা নিজের জীবন বিপন্ন করে একটা শিশু কে বাচালাম।
তবুও যে বেচে আছি ভাই।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০০৯ রাত ১২:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




