কেউ কি আছো বন্ধু হবে,
নিশি রাতে গান শুনাবে,
আমি একা বসে
পথ চেয়ে তোমার
রাত গুলো মোর কাটেনা (কাল পুরুষ)
দিনগুলোও অসহ্য লাগে
একবার যদি বলতে-
ফিরে আসবে আবার।
ফিরে আসবে। (শায়লা'পু- শায়লা হক)
ফিরে আসবে?
আসতো পারো,
আসলে তবু তোমার
বোকা বদনখানা দেখতে পাব।
কি ভাবছো, সত্যি আসতে বলছি? (রাতমজুর The Great
উঁহু, দরকার নেই
কোনোই দরকার নেই।
বেঈমান মানুষের জন্য আমি আর কষ্ট পাই না,
আমি একাই ভালো আছি
এই যে একলা আমি (পাপী ০০৭)
নির্জন বাতাসে দেখছি নদী;
একলা আমি ভালো আছি
একলা আমার ভেতরে।
আজ তোমার কাছে চাওয়ার কিছু নেই
রাত গুলো মোর কাটেইনা
দিন গুলো ও চলে যায়, এলোমেলো ভাবনায়।
নদী যেমন চলে যায়
সাগরের টানে মোহনায়।
যদি বল আসবে তুমি (মাহমুদুল হাসান কায়রো)
তোমার জননে বধবো ঘর
খাট টি হোবে সোনার তইরি
ঘরটি তাহার সপনের পর।
জদি বল আসবে তোমি
তোমার জননে বানাবো বাগান,
ভড়িয়ে দিবো ফোলে ফোলে
পাখি সব করবে গান।
(অসমাপ্ত)
ব্লগারের কবিতা শিরোনামে এটা একটা ছোট পত্রিকায় ছাপা হবে সবাইকে অংশ গ্রহনের অনুরোধ করছি কমেন্টস হিসাবে দিয়ে দেন ছাপা হবে গ্যারান্টি ১০০% সকলের ব্লগার নাম সহ
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




