ইন্টারনেটে বাংলা ভাষার উপস্থিতি সমৃদ্ধ করার কাজে বাংলা ব্লগারদের কৃতিত্ব অনেক। সামহোয়ারইনব্লগ ও অন্যান্য ব্লগ/ফোরাম সাইটগুলোতে প্রচুর লেখক বিভিন্ন বিষয়ে তথ্যবহুল ও মানসম্পন্ন লেখা দিচ্ছেন, যা সবার মাঝে সমাদৃতও হচ্ছে।
উইকিপিডিয়া একটি উন্মুক্ত বিশ্বকোষ প্রকল্প, যার সাথে ইন্টারনেট ব্যবহার করনে এমন সবাই কম-বেশি পরিচিত। অনেকেই ব্লগের লেখায় উইকিপিডিয়া থেকে তথ্যসূত্র দেন, উইকিমিডিয়া কমন্সের ছবি ব্যবহার করেন। সেই সাথে বাংলা ভাষায় যে উইকিপিডিয়ার একটি সংস্করণ আছে—বাংলা উইকিপিডিয়া, তাও অনেকই জানেন। বাংলা ভাষায়, বাংলা ভাষাভাষী আপামর জনসাধারণের কাছে মানুষের জ্ঞানকে উন্মুক্তভাবে ছড়িয়ে দেওয়ার এই কাজটি করার জন্য উইকিপিডিয়া অত্যন্তু কার্যকর একটি মাধ্যম। এটি যেহেতু স্বেচ্ছাসেবকদের দ্বারা চালিত একটি প্রকল্প, তাই সবাই এখানে লেখেন, এবং সবাই এখান থেকে পড়ে তথ্য নেন। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, বিশ কোটিরও বেশি ভাষাভাষীর মানুষ কথা বলে এই বাংলা ভাষায়, এবং সেই তুলনায় বাংলা উইকিপিডিয়ার রিসোর্স অনেক কম; এবং এর একমাত্র কারণ বাংলা উইকিপিডিয়ায় লেখেন এমন স্বেচ্ছাসেবকের সংখ্যা কম।
হাজার হাজার বাংলাভাষী ব্লগে লেখেন, লক্ষ লক্ষ বাংলাভাষী ফেসবুকে সক্রিয়, কিন্তু বাংলা উইকিপিডিয়ার এই দৈন্যতা কেনো?
কারণ অনেকের কাছেই এই প্ল্যাটফর্ম বা মাধ্যমটি হয়তো একটু গোলমেলে লাগে, অনেকেই হয়তো বুঝে উঠতে পারেন না, অনেকের হয়তো মনে দ্বিধা আছে, অনেকেরই হয়তো মনের মধ্যে অনেক প্রশ্ন আছে যার উত্তর জানা নেই ও জানতে চান ইত্যাদি ইত্যাদি। আর সে প্রশ্নগুলোর উত্তর দেওয়া, এবং উইকিপিডিয়ায় লেখা যে কতোটা সহজ তা সহজভাবে আপনাদের সামনে ব্যাখ্যা করার জন্যে আয়োজন করা হয়েছে একটি ওয়ার্কশপের।
যেহেতু বাংলা ব্লগাররা নিয়মিতভাবে বাংলায় লেখালেখি করেন, এবং তাঁরা উইকিপিডিয়ার সাথে পরিচিতও বটে। তাঁদেরকে বাংলা উইকিপিডিয়ায় লেখায় উৎসাহিত করা, তাঁদের লিখতে কি কি সমস্যা হয়, সেগুলো নির্ণয় ও সমস্যাগুলো দূর করা-ই এই ওয়ার্কশপটির মূল উদ্দেশ্য। এখানে মূলত উইকিপিডিয়ার মূল কিছু বিষয় আলোচনা করা হবে, এবং আগ্রহী ব্লগারদের উইকিপিডিয়া লেখা ও সম্পাদনা বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়া হবে।
সময় : মূলত ব্লগারদের নিয়েই আয়োজিত এই ওয়ার্কশপটি অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার, ৭ জানুয়ারি, ২০১১, বিকাল ৩টায়।
অনুষ্ঠানটি স্থান: বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসনএ) কার্যালয়ে। (বিস্তারিত ঠিকানা নিচে দেওয়া হলো।)
এই অনুষ্ঠানটিতে সকলকে যোগদানের অনুরোধ রইল। পাশাপাশি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে, রেজিস্ট্রেশন করে অনুষ্ঠানটিতে যোগ দেওয়ার জন্য (রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রি)।
রেজিস্ট্রেশনের কারণ হচ্ছে, ঐ ফর্মে কিছু তথ্য প্রদান করা, যেমন: উইকিপিডিয়ায় আপনি কি কি বিষয় নিয়ে লিখতে আগ্রহী, উইকিপিডিয়া সম্পর্কে আপনি কি জানতে চান.. ইত্যাদি। আসলে আপনাদের সুবিধার্থেই ঐ প্রশ্নগুলো রাখা হয়েছে, যেনো আপনার যা জানতে চান সেটিই আমরা আপনাদের জানাতে পারি।
রেজিস্ট্রেশনের জন্য এখানে ক্লিক করুন।
পূর্ণাঙ্গ ঠিকানা ও সূচি:
উইকিপিডিয়া ওয়ার্কশপ
স্থান: বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক
জামিল সারওয়ার ট্রাস্ট
২৭৮/৩, এলিফ্যান্ট রোড (৩য় তলা)
কাটাবন, ঢাকা।
তারিখ ও সময়: শুক্রবার, ৭ জানুয়ারি, ২০১১, বিকাল ৩টা।
ফ্রি রেজিস্ট্রেশন করুন — রেজিস্ট্রেশন ফর্ম
আপনাদের অন্যান্য যে-কোনো প্রশ্ন, এই ব্লগে কমেন্ট হিসেবে করতে পারেন। আপনাদের সকলের সহযোগিতা ও প্রচেষ্টায় বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ হোক।