ব্লগ পড়ি, মন্তব্য পড়ি। ইচছা হলো একটু লিখি। তাই শুরু করলাম লেখা । আশা করি সবাই পড়বেন, মন্তব্য করবেন। সাহস পাব লিখতে।
প্রথমেই লিখবো দু:খ বিলাসি কিছু মানুষের কাহিনী।
১: আমার এক বোন, নাম দিনা, স্বামী বড় ব্যাংকার। বোনের ধারণা তার স্বামী তাকে ভালোবাসে না। অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে। তাকে প্রয়োজন অনুযায়ী হাত খরচ দেয় না। আদুরে গলায় ডাকে না। তার চেয়ে অফিসের বসকে বেশী প্রাধাণ্য দেয়।এগুলো সবার কাছে বলে চোখের পানি ফেলতে খুবই সুখ অনুভব করেন।
যদিও আমাদের দেখা মতে ওনার স্বামী ওনাকে খুবই ভালোবাসেন এবং তার কোনই অবহেলা নাই তার প্রতি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



