আকাশে ঘুমাইছে চাঁদ। ও রতি, চলো সংগম কইরা ফেলি ফাঁকে। বাতাসে, চলো ধরি গিয়া তোমার বুক।
কোমেন আসতে আসতে ক্রমশ, ওরে ও! তারই আগে একবার ধরাধরি করি গিয়া। তোমার হাতটি টাইনা নিয়াসি আমার রাত্তিরে। তুমি ধরো, গাইতে রহো গান। সুখের প্রলাপ কহো। আনন্দ বৈভবে- জোছনার মাঝ দিয়া চুপে চুপে চলো নিজেগোরে খাই-দাই। ও রতি-
সম্মুখীন হইতে থাকো নিয়ত। দুইবার কান্দি উঠি আমি, একবার হেসে লই। এই জীবনে কি জানি কি আমার মনের মাঝারে দোলা খায়। দিনে রাতে পক্ষি ডাকে মেঘে, মনে লাগে আহা শান্তি। ও রতি-
চলো এইবারে ঘুম যাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



