একটা স্তুপের মধ্যে যেন আজ আমি
সবকিছু অগোছালো.....
বের হয়ে আসতে চাইলেও বের হওয়া যায় না
আরো জাপটে ধরে..... পড়ে সবকিছু
আমি যেন আরো স্তুপের নিচে চলে যাই
বিবেক বিনোদনের মধ্যে বেছে নেয়ার সময় যখন আসে
আমি বিনোদনটাই চাই
কি দরকার! কোন দরকার নেই বিবেকের
দরকার নেই অন্যের কথা ভেবে মুষড়ে পড়ার
আজ আমি অনেক ভাল আছি
আসলেই কি ভালআছি?
আসলেই কি ভাল আছি?
............................
নিজেকে প্রশ্ন করি প্রায়শই কিন্তু জবাব চাই না
আসলে জবাবটাকে ভয় পাই

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



