পৃথিবীর ইতিহাসে অন্য যে কোনো শতাব্দীর চেয়ে বিংশ শতাব্দী অনেকটাই আলাদা ছিলো। জ্ঞানে, বিজ্ঞানে, শিল্প-কলা ও সাহিত্যে এই শতাব্দীর অনন্য ভূমিকা ছিলো। সেই সাথে যুদ্ধ বিগ্রহ ও জাতীয়তাবাদের প্রতিষ্ঠাও ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার হিড়িকও শুরু হতে থাকে বিংশ শতকের বিভিন্ন সময়ে। তবে গণতন্ত্র বলুন আর সমাজতন্ত্র বলুন, কোনো তন্ত্রই মানুষকে সত্যিকারের সুখ দিতে পারেনি। নেতৃত্বে গিয়েই বিভিন্ন দেশের নেতারা তাদের সত্যিকার মোখোশ উন্মোচন করছিলো। এসকল সামাজিক এক্সপেরিমেন্ট গুলো মানব-সমাজকে অনেক কিছু শিখিয়েছে নতুন করে। তাই ভেবেছিলাম একবিংশ শতকে এসে এই ভূলগুলো বুঝি আর হবে না! কিন্তু, ভেবেছি কি, আর হলো কি(বিধির বাম)! ১৯১৭ সালের আরব রিভোল্টরে মতো একই প্রক্রিয়ার ২০১১ সালে আরব বসন্তের নামে আরবের বিভিন্ন দেশে যুদ্ধ শুরু হলো। আরবের বুকে রক্তের বন্যা বয়ে গেলো। মধ্যপ্রাচ্য আবারও ১০০ বছর অতীতে ফিরে যেতে শুরু করলো। এর সাথে নিঃসন্দেহে সম্রাজ্যবাদী চক্রের সরাসরি হাত আছে! তবে আরবের নেতারাও তাদের অদূরদর্শীতাকে এড়াতে পারে না। তাই আজ আরবের প্রায় সর্বোত্রই মানুষ মরছে অগনিত হারে। এছাড়াও দক্ষিণ এশিয়ার দেশগুলো পুরোপুরি সভ্য হতে পারেনি। তারা তাদের মানুষদের সঠিকভাবে মানুষবানাতে পারেনি। ভারত, বাংলাদেশ কিংবা পাকিস্তান এরা কেউই তাদের মা-বোনদের বা সমাজের নারীদের যথাযোগ্য সম্মান দিতে পারে নি। এই দেশগুলোতে প্রতিদিনই ধর্ষন হয়েছে, নারি পাচার হয়েছে, নারি নির্যাতন হয়েছে। এই দেশগুলো সামগ্রিকভাবে মানুষ হিসেবে ভালো মানুষের পরিচয় দিতে পারে নি। ধর্ম, বর্ণের উর্ধে গিয়ে তারা মানুষ হতে পারেনি পুরোপুরি! এখানে দিনে দুপুরে মানুষ খুন হয়, তার আবার বিচারও হয় না। রাষ্ট্রিয় মৌলিক সেবা পেতে এখানে চরম ভোগান্তির শিকার হতে হয়। অন্য বস্ত্রের বা খাওয়ার কোনো ব্যবস্থাতো দূরে থাক, জান মালের নিরাপত্তার মতো মানবিক মৌলিক চাহিদাও পাওয়া দূষ্কর এখানে! এর চেয়ে বোধহয় আদিম সমাজের লোকেরাই অনেক ভালো ও সুখে ছিলো । মাঝে মাঝে মনে হয়, আলো ও অন্ধকারের সংমিশ্রণে এক অদ্ভূত সমাজে বাস করছি আমরা! সত্যিকারের মুক্তি বা স্বাধীনতা কোথায় তা আমার জানা নেই
আলোচিত ব্লগ
এ যুগের বুদ্ধিজীবীরা !

ডিসেম্বর মাসের চৌদ্দ তারিখ বাংলাদেশে বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। পাকিস্তান মিলিটারী ও তাদের সহযোগীরা মিলে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করেন লেখক, ডাক্তার, চিকিৎসক সহ নানান পেশার বাংলাদেশপন্থী বুদ্ধিজীবীদের!... ...বাকিটুকু পড়ুন
মায়াময় স্মৃতি, পবিত্র হজ্জ্ব- ২০২৫….(৭)
ষষ্ঠ পর্বের লিঙ্কঃ মায়াময় স্মৃতি, পবিত্র হজ্জ্ব- ২০২৫-….(৬)
০৬ জুন ২০২৫ তারিখে সূর্যোদয়ের পরে পরেই আমাদেরকে বাসে করে আরাফাতের ময়দানে নিয়ে আসা হলো। এই দিনটি বছরের পবিত্রতম দিন।... ...বাকিটুকু পড়ুন
টাঙ্গাইল শাড়িঃ অবশেষে মিললো ইউনস্কর স্বীকৃতি

চারিদিকে যে পরিমান দুঃসংবাদ ছড়িয়ে ছিটিয়ে আছে এর মধ্যে নতুন এক গৌরবময় অধ্যায়ের সূচনা হলো বাংলাদেশের টাঙ্গাইলের তাতের শাড়ি এর জন্য, ইউনেস্কো এই প্রাচীন হ্যান্ডলুম বুননের শিল্পকে Intangible Cultural... ...বাকিটুকু পড়ুন
আধা রাজাকারি পোষ্ট ......

আমি স্বাধীন বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। আমার কাছে একাত্তরের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বা পূর্ব পাকিস্তানের সঙ্গে আজকের বাংলাদেশের তুলনা—এসব নিয়ে কোনো আবেগ বা নস্টালজিয়া নেই। আমি জন্মগতভাবেই স্বাধীন দেশের নাগরিক, কিন্তু... ...বাকিটুকু পড়ুন
ইন্দিরা কেন ভারতীয় বাহিনীকে বাংলাদেশে দীর্ঘদিন রাখেনি?

কারণ, কোল্ডওয়ারের সেই যুগে (১৯৭১সাল ), আমেরিকা ও চীন পাকিস্তানের পক্ষে ছিলো; ইন্দিরা বাংলাদেশে সৈন্য রেখে বিশ্বের বড় শক্তিগুলোর সাথে বিতন্ডায় জড়াতে চাহেনি।
ব্লগে নতুন পাগলের উদ্ভব ঘটেছে;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।