
১৯৮৬ সালের ৩১ মার্চ, শ্রীলংকায় বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ।
অহংকার-দাম্ভিকতায় পাকিস্থানের অধিনায়ক ইমরান খান টস করতে মাঠে যেতে চাননি বাংলাদেশ অধিনায়কের সাথে।
গাজী আশরাফ হোসেন লিপুকে বলেছিলেন, মাঠের বাইরে থেকেই টস করতে। সেটাই গাজী আশরাফ হোসেন লিপুকে করতে হয়েছিল শেষ পর্যন্ত!
মাঠের বাইরে টস হওয়া ম্যাচটিতে বাংলাদেশ হেরেছিল সাত উইকেটে।
আর বিশ্ব দেখেছে ইমরান খান বাহিনীর নির্লজ্জতা।
'৯৯-এর বিশ্বকাপে বাংলাদেশের সাথে হারার পর পাকিস্থানিরা এটাকে বলেছিল "অঘটন"!
এর বছর খানেক পর মুলতানের টেস্টে আরেক অঘটনের জন্ম হতে চলছিল।
উইকেটকিপার "ভদ্রলোক"
রশীদ লতিফ মাটি থেকে বল তালুবন্দী করে আউটের আবেদন না করলে "অঘটনটা" বোধ হয় হয়েই যেত!
বেচারা রশিদ লতিফ এ অপরাধের নিষেধাজ্ঞায় আর কখনো ক্রিকেট মাঠে নামতে পারেননি।
এশিয়াকাপে এদের সাথে জিততে জিততে হেরে যাওয়া ম্যাচের কথাও ভোলার নয়।
আচ্ছা, কোচ বব উলমারের কথা মনে আছে কারো?
কিভাবে তাঁর মৃত্য হয়েছিল কেউ কি মনে রেখেছে এখন?
কিংবা শ্রীলংকা টিমের উপর সন্ত্রাসী হামলার কথা?
এ বিশ্বকাপের আগেই ইউনুছ খান বলেছিল, বাংলাদেশের কাছ থেকে টেস্ট স্টাটাস কেড়ে নিয়ে আফগানিস্থানকে দেওয়া উচিত।
যাদের স্মৃতিশক্তি বেশ দূর্বল তাদের অন্তত রমিজ রাজার কথা তো মনে থাকার কথা!
বাংলাদেশে পাকিস্থান দল খেলতে এসেছে কিন্তু এই প্রথম রমিজ সাহেব আসেননি পাকিস্থান টিমের সাথে।
আপনারাই এর ব্যাখ্যা খুঁজে বের করুন।
অনেক বছর পেরিয়ে গেছে। ইমরান খান এখনো বেঁচে।
আজ এত বছর পর যখন খেলতে নামছে বাংলাদেশ, তখন তামিমকেই বলতে হচ্ছে,
‘একদিন পাকিস্তানের এই দলটি অনেক উন্নতি করবে।’
হ্যাঁ, অনেক বছর পেরিয়ে গেল এরা নিজেদের মাটিতে ক্রিকেট খেলতে পারেনা।
এদের হোমগ্রাউন্ড এখন আবুধাবী।
মাঠের বাইরে টসের ঘটনার ২৯ বছর পেরিয়ে গেছে। ইমরান খান তখন কি স্বপ্নেও ভেবেছিলেন ২৯নাম্বার জার্সিধারী কোনো বাংলাদেশি একদিন তার দাম্ভিকতা মাটিতে নামিয়ে আনবে?
আজ ইমরানের মুখখানা দেখতে খুব ইচ্ছে করছে!
কিংবা ইউনুছ-রমিজদের মাথার চুল!
যারা বলছে, পাকিস্থানের এ টিম নতুন, তাদের ভাবা উচিত কোনো দেশই স্বেচ্ছায় ইজ্জত বিসর্জন দিতে চায়না।
মেনে নেওয়া উচিত, এদের চেয়ে ভালো খেলোয়াড় পাকিস্থান দেশটাতে নেই।
কারণ অন্য কোনো দেশের সাথে হোয়াইটওয়াশটা শংকায় পড়েনি এরা পড়েনি,
প্রতিপক্ষটাও
ক্যাঙ্গারু নয়।
ক্যাঙ্গারুর যেটা নেই সেটা বাঘমামার আছে।
সো, ইউ হ্যাভ টু বুঝতে হবে।
ইটস বাংলাওয়াশ !!!
"সামনে" এবং "পিছনে" - দু জায়গাতেই ইহা সমানভাবে "প্রবেশ" করে!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




