
রেল লাইন ধরে পায়ে হেটে ঢাকার কমলাপুর ষ্টেশন থেকে চিটাগাং পর্যন্ত যাওয়ার পরিকল্পনার কথা অনেকেই জানেন । ইতিমধ্যেই আমরা হাটা শুরু করে দিয়েছি,,,,,,,,
আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি চিটাগাংএর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি চিটাগাং পৌছতে পারি প্রতি সপ্তাহে আমার হাটা চলতেই থাকবে । বিশেষ সমস্যা না হলে কোন শনিবারই আমি হাটা বন্ধ করবো না । এ বিষয়ে আমার আগের পোষ্ট Click This Link

জিনারদী ষ্টেশনে একটি পাঁচতারা হোটেলে

শীতের সকালে একটু খানি রোদের আশায় ওরা রেল লাইনে.......

রেল লাইনের নীচে গরু

সর্ষে ক্ষেতের উপর দিয়া চলছে মালগাড়ি

রাস্তায় এমন গাছ দেখে খেয়ে নিলাম খেজুরের রস, এ বিষয়ে আগের পোষ্ট Click This Link

ঢাকা সিলেট মহাসড়কের ভেলানগর এলাকায় রেল লাইনের উপর দিয়া ফ্লাইওভার ।


অদূরে দেখা যাচ্ছে নরসিংদী রেল ষ্টেশন

এক সময় পৌছে গেলাম নরসিংদী ষ্টেশনে ।
পরবর্তী পর্ব হবে নরসিংদী হইতে আমীরগঞ্জ
[img|]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


