
রেল লাইন ধরে পায়ে হেটে ঢাকার কমলাপুর ষ্টেশন থেকে চিটাগাং পর্যন্ত যাওয়ার পরিকল্পনার কথা অনেকেই জানেন । ইতিমধ্যেই আমরা হাটা শুরু করে দিয়েছি,,,,,,,,
আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি চিটাগাংএর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি চিটাগাং পৌছতে পারি প্রতি সপ্তাহে আমার হাটা চলতেই থাকবে । বিশেষ সমস্যা না হলে কোন শনিবারই আমি হাটা বন্ধ করবো না । এ বিষয়ে আমার আগের পোষ্ট Click This Link

ঘোড়াশাল পার হয়ে এমন সমান্তরাল পথ বেয়ে আবারো শুধুই হেটে চলা ........

রাস্তার ধারে এমন জংলী ফুলের সমারোহ ব্যাপক ।

রাস্তার ধারে ফুটে থাকা হলদে ফুল


রেল লাইন বহে সমান্তরাল..............

জিনারদীর কাছাকাছি দেখতে পেলাম এমন বাবুই পাখির বাসা, তবে কোন বাবুই পাখি দেখতে পেলাম না, সম্ভবত পরিত্যক্ত ।

ভোরের ঠান্ডা পানিকে উপেক্ষা করে মাছ ধরছেন তিনি ।

গ্রীন সিগন্যাল পেয়ে কুয়াশা ভেদ করে ছুটে যাচ্ছে একটি ট্টেন ।

ধ্যান মগ্ন দুটি বক ।

দিনের বেলা হেড লাইট জ্বালানোর কারণ হল কুয়াশা ।

রেল লাইনে অন্য রকম পাথর

দুটি মাছরাঙা


একটি গ্রামীন ছবি

মাছ ধরার আগে আমাদের ক্যামেরায় ধরা পড়া এক জেলে

অবশেষে পৌছে গেলাম জিনারদী ষ্টেশনে ।
পরবর্তী পর্ব হবে জিনারদী হইতে নরসিংদী
[img|]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


