
রেল লাইন ধরে পায়ে হেটে ঢাকার কমলাপুর ষ্টেশন থেকে চিটাগাং পর্যন্ত যাওয়ার পরিকল্পনার কথা অনেকেই জানেন । ইতিমধ্যেই আমরা হাটা শুরু করে দিয়েছি,,,,,,,,
আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি চিটাগাংএর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি চিটাগাং পৌছতে পারি প্রতি সপ্তাহে আমার হাটা চলতেই থাকবে । বিশেষ সমস্যা না হলে কোন শনিবারই আমি হাটা বন্ধ করবো না । এ বিষয়ে আমার আগের পোষ্ট Click This Link

আড়িখোলার পর রেল লাইনের পাশ দিয়ে তাল ও খেজুর গাছ রয়েছে প্রচুর, যার জন্য এলাকাটা বেশ সুন্দর দেখায় ।

রেল লাইনের পাশে এমন সৌন্দর্য দেখবেন অহরহ

কৃষকের পানি সেচা

ঝিলে ফুটেছে লাল শাপলা, উড়ছে বক

রেল লাইনে একটা তীব্র বাঁক

শীতে কাবু গবাদী পশু

ঘোড়াশাল ব্রীজ

শীতলক্ষায় একটি পাট বোঝাই নৌকা

ব্রীজের উপর দিয়ে হাটার ঝুঁকি না নিয়ে এই খেয়াতেই ওপারে গেলাম

পাশপাশি দুটি ব্রীজ, একটা দিয়ে ট্রেন ও অপরটা দিয়ে বাস-ট্রাক চলাচল করে ।

শীতলক্ষার পাড়ে সেভেন রিংস সিমেন্ট ফ্যাক্টরী

ট্রেনের আগে পিছে ঝুঁকি পূর্ণ ভ্রমন


ঘোড়াশালে আবার দু'টি ষ্টেশন একটা ঘোড়াশাল ফ্ল্যাগ, ইহা একেবারে ব্রীজের গোড়ায় অবস্থিত । এখানে যাত্রীরা উঠানামা করে অপরটি হল ঘোড়াশাল এখানে এক ট্রেন অপরটি সাইট দেয় ।

এবার পিপাসা নিবারণ জরুরী

এটা ঘোড়াশাল ষ্টেশন, দুটি ট্রেন একে অপরকে সাইট দিচ্ছে

পরবর্তি পর্ব হবে, ঘোড়াশাল থেকে জিনারদী
[img|]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


