
রেল লাইন ধরে পায়ে হেটে ঢাকার কমলাপুর ষ্টেশন থেকে চিটাগাং পর্যন্ত যাওয়ার পরিকল্পনার কথা অনেকেই জানেন । ইতিমধ্যেই আমরা হাটা শুরু করে দিয়েছি,,,,,,,,
আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি চিটাগাংএর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি চিটাগাং পৌছতে পারি প্রতি সপ্তাহে আমার হাটা চলতেই থাকবে । বিশেষ সমস্যা না হলে কোন শনিবারই আমি হাটা বন্ধ করবো না । এ বিষয়ে আমার আগের পোষ্ট Click This Link

নরসিংদী ষ্টেশনঃ এখানে আতর তসবিহ ও খাঁটি মধু পাওয়া যায়

নরসিংদী ষ্টেশনঃ একজন অষ্টধাতু

নরসিংদী ষ্টেশনঃ মানবতা যেখানে নিভৃতে কাঁদে

সামনে দীর্ঘ পথ, দিতে হবে পাড়ি .......

ওরা রেল লাইনে বসেই আড্ডা মারছে, প্রথমে ছোটদের দল, একটু সামনে বড়দের দল ।

নদীর নাম আড়িয়াল খাঁ

ব্রীজের নীচে মাছ ধরায় ব্যস্ত বালকেরা ।

মাষ্টার সাব প্রতিদিনই এভাবেই প্রতিদিন এইব্রীজ দিয়ে দুইবার যাতায়াত করে থাকেন ।


আড়িয়াল খাঁ'র জেলে

নদী, মাটি, মানুষ

এক সময় চোখে সর্ষে ফুল দেখলাম


কাঠাল চুরি

মাথা পিছু একটা.......

রেল লাইনের বাঁকে.........

ধানের সবুজে মুক্ত বলাকা

ঘুড়ি

এক টুকরো বাংলাদেশ

খাবারের সন্ধানে একটা হলুদ পাখি


এক সময় পৌছে গালাম আমীরগঞ্জ ষ্টেশনে
পরবর্তী পর্ব হবে আমীরগঞ্জ থেকে খানাবাড়ী
[img|]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


