
প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো । ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই ।
ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে ।

২ । ধনের ক্ষেতে ফিঙেঃ চিনিশপুর, নরসিংদী থেকে তোলা ছবি ।

৩ । পাকা মরিচঃ নিলক্ষা, রায়পুরা নরসিংদী থেকে তোলা ছবি ।

৪ । আমের বাজারঃ কানসাট, চাপাই নবাবগঞ্জ ।

৫ । গাঁয়ের মেটো পথ................

৬ । তাল গাছের তৈরী নৌকায় {স্থানীয় ভাষায় আমরা বলি কোন্দা} বসে মাছ ধরাঃ রাবান, পলাশ, নরসিংদী থেকে তোলা ছবি ।

৭ । সবুজঃ হবিগঞ্জের বানিয়াচং থেকে তোলা ছবি ।

৮ । আখের গুড় তৈরীঃ নরসিংদীর গদাইরচর থেকে তোলা ছবি ।

৯ । কুমিরঃ সুন্দর বনের করমজল থেকে তোলা ছবি ।

১০ । মাছ ধরাঃ কামরাঙ্গীর চর, আড়াইহাজার, নারায়নগঞ্জ থেকে তোলা ছবি ।

১১ । ফড়িংঃ এই ছবি তুলেছি, ব্রাহ্মণবাড়িয়ার বাহাদুর পুর থেকে ।

১২ । কাঠ বাদামঃ লৌহজং, মুন্সিগঞ্জ থেকে তোলা ছবি ।

১৩ । সোনাদিয়া দ্বীপঃ মহেশখালী, কক্সবাজার ।

১৪ । এই ছবিটার কোন ক্যাপশন দরকার আছে কি ?

১৫ । পাখি, মানুষ, সবাই উদ্বাস্তুঃ জাজিরা, শরিয়তপুর থেকে তোলা ছবি ।

১৬ । ফারাক্কা বাধঃ চলন্ত ট্রেনে থেকে তোলা ছবি ।

১৭ । কুকুর কুন্ডলী................

১৮ । ঝিঁ ঝিঁ পোকাঃ গ্রামের বন জঙ্গলে মিষ্টি মধুর আবেশে যে বিরামহীন ডেকে চলে .............

১৯ । রাখালঃ ফেঞ্চুগঞ্জ, সিলেট ।

২০ । আচড়াঃ চরনগরদী, নরসিংদী ।

২১ । সবজীঃ শিবপুর, নরসিংদী ।

২২ । পালের নাওঃ গোপালদী, আড়াই হাজার, নারায়নগঞ্জ ।

২৩ । পেঁচার দ্বীপঃ কক্সবাজার ।

২৪ । গোধূলীঃ নরসিংদীর পাঁচদোনা থেকে তোলা ছবি ।

২৫ । মধু গাছঃ ছোট কালে এই গাছের সাদা ফুলগুলো থেকে মধু খেতাম
বনে বাঁদাড়ে........১
বনে বাঁদাড়ে...... ২
বনে বাঁদাড়ে...... ৩
বনে বাঁদাড়ে......৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




