
প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো । ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই ।
ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে ।

(২) ধান মাড়াই, নরসিংদীর চিনিশপুর থেকে তোলা ছবি।

(৩) দেখে মনে হয় কোন বনের উপর থেকে তোলা ছবি, এগুলো আসলে শ্যাওলা, গ্রামের ভেজা মাটিতে এগুলো হয়, অনেকটা ফোমের মতো মোলায়েম এগুলো। বটেশ্বর নরসিংদী থেকে তোলা ছবি।

(৪) পানিতে ফোটা ছোট্ট এই চমৎকার ফুলটার নাম এখন মনে পড়ছে না। নরসিংদী জেলার বেলাব থানার বটেশ্বর গ্রাম থেকে তোলা ছবি।

(৫) বিপর্যস্ত মানবতা। এই ছবিটা টঙ্গী রেল স্টাশন থেকে তুলেছি।

(৬) প্রেম। ঢাকার লালবাগ কেল্লা থেকে তোলা ছবি।

(৭) চারণ ভুমি। সোনাদিয়া দ্বীপ থেকে তোলা ছবি।

(৮) রিয়েল এঞ্জেল। বাগমারা বাজার, কুমিল্লা সদর দক্ষিণ থেকে তোলা ছবি।

(৯) চড়ুই কিংবা বাবুই। নরসিংদী সদর থানার নুরালাপুর গ্রাম থেকে তোলা ছবি।

(১০) সার্কাস প্যান্ডেল। সোনার গাঁ থেকে তোলা ছবি।

(১১) ফড়িং। মাধবপুর লেক, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা থেকে তোলা ছবি।

(১২) সবুজ রেল লাইন। লাউয়াছড়া বনের ভেতর থেকে তোলা ছবি।

(১৩) খেয়া। বৈঠাখালী গুদারাঘাট সুনামগঞ্জ থেকে তোলা ছবি।

(১৪) বলতে পারেন এগুলো কি ফল ? ভাবছেন কদবেল ? হলো না। বলছি একটু পরে।

(১৫) ফলগুলোর ছবি তোলার জন্য আমার ক্যামেরাম্যান বন্ধুরা ঝাপিয়ে পড়েছে দেখছেন ?

(১৬) এই ফুলটাও চিনতে পারছেন না, তাই তো ? তাহলে বলেই দেই এই ফুল থেকেই ঐ ফলগুলো হয়। নাম হলো নাগলিঙ্গম ফল/ফুল

(১৭) থাই এয়ারের বিমানের ছবিটা সাভারের বিরুলিয়া গ্রামে দাড়িয়ে ঢাকার এয়ারপোর্টে নামার সময় তোলা।

(১৮) কৃষক। সুনামগঞ্জের তাহিরপুর থেকে তোলা ছবি।

(১৯) মাছ বাজার। মিরপুরের বেড়িবাধ এলাকা থেকে তোলা ছবি।
 দুরন্ত শৈশব। নরসিংদী সদর থানার খিলগাও গ্রাম থেকে তোলা ছবি।
<br/>
<br/>link|http://www.somewhereinblog.net/blog/sadamonarmanus/29807547|বনে বাঁদাড়ে.....১১)
বনে বাঁদাড়ে.....১২
বনে বাঁদাড়ে.....১৩
বনে বাঁদাড়ে.....১৪
বনে বাঁদাড়ে.....১৫
বনে বাঁদাড়ে.....১৬
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




