
স্বপ্ন সেতু পদ্মা নির্মিত হচ্ছে অনেক দিন হল। এই নির্মান যজ্ঞ দেখার জন্য বেশ কিছু দিন যাবৎ যাই যাই করেও যাওয়া হচ্ছিল না। অবশেষে শিকে ছিড়ল কয়েক দিন আগে। পদ্মা নদীতে স্পীডবোট নিয়ে নির্মায়মান সেই সেতু দেখা নিয়েই আজকে আমার ফটোব্লগ।

(২) মাওয়ার শিমুলিয়া ঘাটে যাত্রীর অপেক্ষায় থাকা স্পীডবোট।

(৩) স্পীডবোটে চড়ে সেতুর দিকে ছুটে চললাম পদ্মার জলরাশির উপর দিয়া।

(৪) এক সময় বেশ কাছ থেকে নজরে এলো দীগন্ত বিস্তৃত আমাদের স্বপ্নের পদ্মা সেতু।

(৫) নানা যন্ত্রপাতিতে চলছে ব্রীজ নির্মানের কাজ।

(৬) পদ্মার চড়ের একটা গ্রামের কিছু বাড়িঘর।

(৭/৮) অন্য পাশে বিশাল ভাঙ্গনের মুখে পদ্মার চড়।


(৯/১০) আছে নানা রকম জলযান, তবে এই সময়টাতে এখানে পাল তোলা কোন নৌকা দেখিনি, সবই ইঞ্জিন চালিত।


(১১) চরে ঢোকার একটা নৌকা ঘাট।

(১২/১৩) এই সময়টা হলো কাশ ফুলদের বিদায় বেলা।


(১৪) আর অল্প একটু জুড়লেই পুরো পদ্মা সেতুর মূল কাঠামো এক হয়ে যাবে।

(১৫/১৬) এই নির্মান যজ্ঞের প্রাথমিক কাজ করছে যারা।


(১৭) পদ্মা সেতুর জাজিরা প্রান্ত।

(১৮/১৯) মাওয়া ঘাটের কাতলা, ইলিশ আর আইড় মাছগুলো।


(২০) ড্রাইভার আগেই ফোন করেছিলো, কিন্তু স্পীডবোটের বাতাসে ঠিক বুঝতে পারিনি। পার্কিংয়ে এক পাগল এসে ইট দিয়ে আমার গাড়ির গ্লাসটা গুড়িয়ে দিয়েছিলো। কি আর করা, পাগল বলে কথা। গ্লাস ভাঙার বিষয়টা বাদ দিলে ভ্রমণটা অত্যন্ত চমৎকার হয়েছে এটা বলা যায় নিঃসন্দেহে।
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০২০ সকাল ৭:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


