গান গেয়ে বিয়ে
একটি গানের আকুতি মানুষকে ঠিক কতোটুকু প্রভাবিত করে জলজ্যান্ত প্রমাণ টি ডব্লিউ সৈনিকের গাওয়া তুমি আমার ঘুম তবু তোমার নিয়ে স্বপ্ন দেখি না গানটি। এ গানকে কেন্দ্র করেই মিডিয়ার খুব প্রিয় দুই মুখ শেষপর্যন্ত বিয়ের পিঁড়িতে বসেছেন। টপ সিক্রেট বলে একটি ব্যাপার আছে তাই হয়তো সৈনিক মিডিয়ার প্রিয় সেই দুই মুখের নাম পাঠকদের জানাতে রাজি হননি। তবে মাঝে মধ্যে প্রিয়তা আর ভালোবাসার হাতছানি হার মানায় ফরমালিটির মতো গুরুত্বপূর্ণ বিষয়ও। হয়তোবা সেই এক্সট্রা খাতিরেই নিঃসংকোচে সেই প্রিয় দুই অভিনেতা-অভিনেত্রী পুরো বিষয়টি জানিয়েছেন টি ডব্লিউ সৈনিককে। একদিন নেটে চ্যাট করতে করতে প্রিয় সেই অভিনেত্রী, অভিনেতাকে চ্যাট করে লিখলেন তুমি আমার ঘুম তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না। পরক্ষণেই প্রিয় সেই অভিনেতা লিখলেন তুমি আমার সুখ তবু তোমায় নিয়ে ঘর বাঁধি না। এরপরই অভিনেত্রীর মনে প্রশ্ন জাগলো এ গান। এই লোকটি জানলো কিভাবে। কারণ সে সময় টি ডব্লিউ সৈনিকের অ্যালবামটি বাজারেই আসেনি। সৈনিক বিভিন্ন সময় শুটিংয়ের ফাঁকে গানটি গেয়েছেন। মিডিয়ার লোক ছাড়া এ গান কারো জানার কথা না। সেই থেকে শুরু।
মজার অভিজ্ঞতা
মজার অভিজ্ঞতা বলতে গিয়ে বেশ তালগোল পাকিয়ে ফেলছিলেন এ গায়ক। তার মধ্য থেকে যাচাই-বাছাই পদ দিয়ে হুট করে বলে উঠলেন ও মনে পড়েছে, কিছুদিন আগে আমরা রঙ নামের একটি টেলিফিল্মের শুটিং করার জন্য চট্টগ্রাম ইউনিভার্সিটিতে যাই। শহর থেকে ভার্সিটিতে যাওয়ার পথে ট্রেনের যে বগিতে আমরা বসেছিলাম তার পাশের বগিতেই বেশ কয়েকজন ভার্সিটির স্টুডেন্ট ছিল। ট্রেনের যাত্রার শুরুর থেকেই তারা আমাদের বেশ ডিস্টার্ব করছিল। অর্ধেক রাস্তায় যাওয়ার পর ওদের ডিস্টার্ব তিন-চার গুণ বেড়ে গেল। অবশেষে ত্যক্ত-বিরক্ত হয়ে পরিচালক আমাকে উদ্দেশ্য করে বললেন, সৈনিক ভাই কিছু একটা করেন। একথা বলতেই পাশের বগি থেকে একটি ছেলে লাফ দিয়ে এসে আমাকে জড়িয়ে ধরে বললো, আপনি সিঙ্গার টি ডব্লিউ সৈনিক না। আমিও ওদের ওপর খুব বিরক্ত ছিলাম। তাই আমিও বেশ রাগ করেই বললাম হ্যাঁ, আমি টি ডব্লিউ সৈনিক, তাতে কি হয়েছে। তখনি ছেলেটি আমাকে আরো চেপে ধরে বললো, পাইছিরে পাইছি, তুমি আমার ঘুম গানের টি ডব্লিউ সৈনিককে পাইছি। এরপর পুরো রাস্তায় ওরা আমাদের খুব সাহায্য করেছে। আমি ওদের গান শুনিয়েছি। আমরা সেদিন চট্টগ্রাম ভার্সিটিতে অনেক রাত পর্যন্ত শুটিং করেছি। আমরা যতক্ষণ ছিলাম ওরাও আমাদের সঙ্গে ঠিক ততক্ষণ ছিল। রাতে আমাদের খাবার এনে খাইয়েছে। আর সবকিছুতেই বেশ সাহায্য করেছে। আর আরেকটি ঘটনা ঢাকা ভার্সিটির একটি মেয়ে আমাকে প্রায়ই ফোন করে বলে, বলেন গানটি আপনি আমাকে ভেবে গাইছেন, শুধু আমাকে ভেবে, আমি যতোই তাকে বলি গানটি আপনাদের জন্যই। সে ততোই বলে, না আপনি আমার জন্য গাইছেন।
আগামীর ভাবনা
এ বছর সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড বিজয়ী টি ডবিøউ সৈনিকের দ্বিতীয় অ্যালবামটি আসবে আগামী কোরবানির ঈদে। যথারীতি এবারো অভিনেতা সোহেল আরমান একটি গান দিয়েছেন, তবে এবার আর একে নয় এ সংখ্যাটা দু' কিংবা তিন-এ দীর্ঘ হতে পারে। জুলফিকার রাসেল বেশ কয়েকটি গান দিয়েছেন। নতুন এ অ্যালবামের গানের কম্পোজিশন করার কথা আছে। বাপ্পা মজুমদার, এস আই টুটুল ও ইবরার টিপুর। এর মধ্যে বাপ্পা মজুমদার চার-পাঁচটি গানের কম্পোজিশন শেষ করেছেন।
( প্রথম পর্বের লংক--http://www.somewhereinblog.net/blog/sadeksamiblog/28872279)
"তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দোখিনা"...গায়ক টি ডব্লিউ সৈনিকের অজানা কথা ( শেষ পর্ব)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ৩টি উত্তর

আলোচিত ব্লগ
শুভ জন্মদিন বীর মুক্তিযোদ্ধা জননেতা ড. খন্দকার মোশাররফ হোসেন
রাজনীতিতে এসে নিজেকে নয় বরং রাজনীতিকেই অলঙ্কৃত করেছেন দেশে এমন রাজনীতিবিদের সংখ্যা এখন হাতেগোনা। মহান স্বাধীনতার তরে নিজের সর্বোচ্চটুকু দিয়ে নিবেদিত হয়েই ক্ষান্ত না হয়ে বরং স্বাধীন দেশকে গড়ার জন্য... ...বাকিটুকু পড়ুন
ব্লগার কামাল১৮'কে নিয়ে ১টি পোষ্ট দিতে চাই।
ব্লগার কামাল১৮ ও রাজিব নুর সামুর সবচেয়ে বড় পাঠক ও মন্তব্যকারী; রাজিব এখন কমেন্টব্যানে আছেন; এই সময় কামাল১৮ ব্যানে গেলে, সামুতে কমেন্টের পরিমাণ দ্রুত কমে যাবে। রাজিব... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে ভূমিকম্প !!
.
.
পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশে এক ধরনের বিচিত্র ভূমিকম্প দেখা যায়।
এই ভূমিকম্পে মূর্তি ভাঙে, বৌদ্ধমঠ-মন্দির ভাঙে, কিন্তু মসজিদ মাজারের কোনো ক্ষতি হয় না।
ভূমিকম্প যেহেতু প্রাকৃতিক ঘটনা তাই এর জন্য... ...বাকিটুকু পড়ুন
১৫ই আগস্টের ক্যু এবং আমেরিকার সংশ্লিষ্টতা
১৫ই আগস্ট ক্যু এর যখন মোশতাক আহমেদ রাষ্টপতি হল তখন এমন রটনা রটে যে অভ্যুত্থানের পেছনে আমেরিকার হাত রয়েছে। বিশেষ করে সেই সময়ে সোভিয়েত রাষ্ট্রদুত আলেক্সণ্ডার ফোবিনের অনুপ্রেরণায়... ...বাকিটুকু পড়ুন
যাপিত জীবনঃ রাজনৈতিক রসিকতা।
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যাপারে সরকার বলেছে, বিদেশে গিয়ে চিকিৎসা নিতে হলে আগে কারাগারে যেতে হবে এবং তারপর আদালতে আবেদন করতে হবে।
খালেদা জিয়ার আইনজীবিরা এই সব মেনে নিয়েছেন এবং... ...বাকিটুকু পড়ুন