আজ শুক্রবার, ছুটির দিন, নিলয় খবরের কাগজটা হাতে নিযে টিভিটা ছেড়ে বসল, রহিমাকে চা দিতে বলেছে এখনই চলে আসবে।
চা আসার আগে ভেসে আসল শিলার চেচামেচি। "মাত্র দিন পনের ছিলামনা, বাড়িটাকে চিড়িয়াখানা করে রেখছ, আলনা বিছানা সব এলোমেলো, ঘরটা গুছাতেই আমার এখন মাস যাবে। তুমি এখনো বসে আছো? তোমাকে বললাম সিকান্দারকে একটু খবর দিতে, টয়লেটের পানি সরছেনা।"
নিলয় শিলা দুজনরে সংসার। বাবা অসুস্থ তাই দেখতে গিযেছিল শিলা, আসি আসছি করে করে দিন পনের থেকে গেল।
সিকান্দার হাত ঢুকিযে দিয়েছে কমোড এর ভেতর, তার মনে হল খুব ঝামেলার তেমন কিছু হয়নি, এ ব্যাপারে তার দীর্ঘ দিনের অভিজ্ঞতা, হাতটা বের করতে করতে বলল, "ভাবি এসব পোটকা টোটকা কমোডে ফেলেন কেন? বাইরে ফেলবেন এবার থেকে।"
টানা তিন দিন নির্ঘূম কাটিয়েছে শিলা। কিছুতেই তার ঘুম আসছেনা, কেমন যেন তার দম বন্ধ হয়ে আসছিল, এটা করে সেটা করে তবুও তার অস্থিরতা কাটেনা। কাজের মেয়ে রহিমাকে মাসের অর্ধেকে পুরো মাসের বেতন পরিশোধ করে বিদায় করা হল। তারপর আবার ঘুমোবার চেষ্টা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


