
প্রবল ইচ্ছায় না পাওয়া বস্তু কিংবা বিষয়টা
গুরুত্ব হারায় সময়ে। যেটা ধরতে পারা
না পারার ব্যর্থতা জীবন মরণ সমস্যা
হয়ে উঠেছিল, তার মূল্য যখন শূন্যে নেমে
আসে, হাস্যকর হয়ে উঠে সবকিছু। তখন
ভাবা হয় যদি সত্যিই দুর্ঘটনা ঘটে যেতো
কী চরম মূল্যই না দিতে হতো জীবনে।
খেলনার আবদার গুরুত্ব হারায় শৈশব ফুরালে
তবে ফুরায়না তার আবেদন। কিভাবে এমন
অপাংক্তেয় হয়ে এলে জানিনা। চিন্তায় কোন
প্রতিক্রিয়া হয়না।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০২৩ দুপুর ১২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


