মন চায়না খেতে, কিচেনে ফের যেতে
রাধতে আর ভাললাগেনা মোটে
ভাগ্য ওদের ভালো, ঘরে চাঁদের আলো
সময় মতো খানা এসে জোটে।
অপিষ শেষে রোজ, কী হবে আজ ভোজ!
ভাবতে ভাবতে চোখে লাগে ঘুম
থাকতো যদি কেউ, শান্ত নদীর ঢেউ
নরম গরম খাবারে ছড়িয়ে দিত ওম।
সেই কপাল কী আছে! খিদে কেবল নাচে
ঢেকুর তোলে গ্যষ্ট্রিক উঠে মেতে
তিন কন্যার মা, একবার বলল না
বিদেশে ছুড়ে দেশে চলে যেতে।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০২৩ বিকাল ৫:২৯