
কুকুর আসিয়া হঠাৎ ঝাপিয়া
পুকুরে দিল ঝাপ
কী হইল বাপ!
কোন কারণে জীবন উঠিল হাঁপিয়া।
সাঁতার জানেনা, ঢোক গিলিয়া
আসিতে চাইল তীর
দেখিল জনতার ভীড়
হাসিল সকলে খিল খিলিয়া।
কুকুরের কাজ কুকুর করেছে
পানিতে দিয়েছে ঝাপ
হয়তো করেছে পাপ
প্রায়শ্চিত্য করিতে ডুবিয়া মরেছে।
মানুষের কাজ মানুষ করেছে তায়
ডুবিয়া মরিবার অভিলাষ
ভাসিয়া উঠিবার লাশ
ভাইরাল হয়ে টিকটকে পাওয়া যায়।
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




