
"অপারগতা"
শেকল পড়ার সন্ধানে
অনুগ্রহ আর যুদ্ধ যেন এক হয়ে যায়,
কোন এক নাম না জানা রাস্তায় পরে থাকা পথশিশুটি
চিৎকার দিয়ে কেঁদে উঠে
মাথায় রক্ত আবির মাখিয়ে চলে
গোধূলির শেষ সূর্য
যেন কৃত্রিম এক আবহাওয়া
দূরে মেঠো পথে যাচ্ছে হেঁটে হাটুরিয়া
আর গাঁয়ের বঁধুরা সন্তান কোলে নির্বাক চেয়ে
দুর্বিষহ প্রকৃতি আজ যেন মুক্ত হতে চায়
নিষ্কৃতি চায় এই জীবন থেকে
কাঁঠাল পাতায় বসে থাকা
শুঁয়োপোকাটাও আজ উচ্ছ্বাসে ভাসেনা
দেখেনা নতুন কোন এক সকালে
প্রজাপতি হয়ে ডানা মেলে উড়ে যাওয়ার স্বপ্ন।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




