আমি বাংলাদেশের একটি প্রখ্যাত বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বিশ্ববিদ্যালয়ে একটি বছর পড়াশুনার পর এখন আমি দ্বিতীয় বর্ষে । বিশ্ববিদ্যালয়এ ভর্তির হবার সময় বুকে ছিল আনেক আশা আর বিশ্ববিদ্যালয় এবং এখানে অধ্যয়নরত ছাত্রদের সম্পর্কে অনেক উচ্চ ধারনা । কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস । আমার আশাই গুড়ে বালি দেখতে পেলাম অচিরেই । স্বাধীনতার ৩৯ বছর পেরিয়ে গেলেও এ দেশের শিক্ষা ব্যাবস্থা যে কাঙ্খিত মানে পৌঁছাতে পারে নি তা দেশের সছেতন মানুষ মাত্রই জানেন । যেখানে পৃথিবীর সকল দেশ শিক্ষা ক্ষেত্রে উন্নতি করে যাচ্ছেসেখানে আমারা করছি অবনতি । ডিজিটাল বাংলাদেশ গড়ার যে প্রত্যয় বর্তমান সরকার ব্যাক্ত করেছে তার বাস্তবায়নের কোনো আভাস আমরা বিশ্ববিদ্যালয় গুলতে দেখেনা । ইন্টারনেট সংযোগ , সমৃদ্ধ লাইব্রেরি , ল্যাব প্রতিষ্ঠা ইত্যাদি তো দূরে থাক বরং বর্তমান অবস্থাই ধরে রাখাতে পারছেনা বিশ্ববিদ্যালয় গুলো । শিক্ষক নিয়োগে দলীয় করনের কারোনে আমরা পাচ্ছিনা মান সম্মত শিক্ষক । যে শিক্ষক দূর্নীতির মাধ্যমে নিয়োগ পান তিনি ছাত্রোদের দূর্নীতি ছারা আর কীবা শিক্ষা দিবেন । আর তার ছাত্ররা যে ভবিষ্যতে নিজের সামান্য স্বার্থের কারনে জাতীয় বৃহৎ স্বার্থ অনায়াসে জলাঞ্জলি দিবে এটাই তো স্বাভাবিক ।
আমরা দেখতে পাই দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকল মন্ত্রীদের (অনেক এম পি) (সকল দল) ছেলে মেয়েরা বিদেশে গিয়ে লেখাপড়া করে । এ জন্যই বোধয় দেশের শিক্ষা ব্যাবস্থা সম্পর্কে তারা এতটা উদাসীন । শিক্ষার মান উন্নয়নের কথা চিন্তা না করে তারা বরং প্রশ্নবিদ্ধ পদক্ষেপ গ্রহনের চেষ্টা করে । এবং তারা বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের ক্ষমতা দখলের হাতিয়ার হিসেবে ব্যাবহার করে । এ জন্যই তারা ছাত্রদের হাতে শিক্ষা উপকরনের পরিবর্তে তুলে দেই অস্ত্র । ক্ষমতসীন দলের ছাত্রদের হাতের অস্ত্রের ঝনঝনানিতে কম্পিত থাকে ক্যাম্পাস । বর্তমান অবস্থাও যে তার ব্যাতীক্রম নয় বরং আরও সংকটময় তা আমরা বিশ্ববিদ্যালইয়ের ছাত্রো মাত্রই জানি (যদিও বলতে ভয় পাই) ।এসব ছাত্ররা সামান্য সুবিধা পেতে গিয়ে হারাই তাদের আনন্দময় ছাত্র জীবন । জ্ঞানের সন্ধান না করে তারা অস্ত্র হাতে এক অসুস্থ জীবনের দিকে ধাবিত হয় । অহেতুক বিষয় নিয়ে তারা ক্যাম্পাসে সৃষ্টি করে যুদ্ধ ক্ষেত্র । বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বলি হয় এসব দলের ক্ষমতা দক্ষলের অশুভ প্রক্রিয়ার । তারা যখন বুঝতে পারে তাদের ব্যাবহার করা হয়েছে তখন অনেক দেরি হয়ে যায় । থাকেনা ফেরার পথ ।আমার প্রশ্ন কোন নেতার (অথবা নেত্রীর) ছেলে সাধারণ ছাত্রদের সাথে রাস্তায় সংগ্রাম করে ।
ছাত্ররা জাগো । তোমাদের ছোখের পাতা আর কানের তালা খোল । কারন এ অবস্থার পরিবর্তন আমাদেরকেই করতে হবে ।
(পাঠক অবশ্যই মন্তব্য করবেন)
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



