প্রধান্মন্ত্রী শেখ হাসিনা।
তাকে নাকি গণতন্ত্রের মানসকণ্যা বলা হয়।
কিন্তু গণতন্ত্রের একি ভাষা দেখছি আজ।
#কোনো ধরনের কর্মসূচী পালন করতে পারছেনা বেরোধী দলগুলো। তাদের যেকনো কর্মসূচীতে পুলিশের হামলা আর গণগ্রেফতার।
#বিরোধী দলীর নেতাকর্মীদের গ্রেফতার করা মাত্র রিমান্ডে নেয়া হচ্ছে।
#এর আগে সরকারী দলের নেতাকর্মীদের (প্রধান্মন্ত্রী সহ) বিরুদ্ধে হওয়া মামলা গুলো রাজনৈতিক হয়রানি মূলক উল্লেখ করে বাতিল হতে আমরা দেখেছি। অথচ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে নতুন নতুন মামলা করা হয়েছে।
#গ্রেফতার কর, মামলা দাও, রিমান্ডে নাও- এগুলো কি গণতন্ত্রের ভাষা।
#দেশের বিভিন্ন স্থান থেকে ছাত্রশিবিরের নেতাকর্মীদের গণগ্রেফতার করা হচ্ছে।(ছাত্রশিবির কি কোনো নিষিদ্ধ দল?)
বর্তমান সরকের গণতন্ত্রের ভাষায় কথা বলছেনা। বলছে স্বৈরাচারী ভঙ্গীতে। দমন, পীড়ন আর অত্যাচার যেন এ সরকারের নীতি।
বাংলার তরুনরা জাগো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



