বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে হাতিয়ারটি বর্তমানে ব্যাবহৃত হচ্ছে তার নাম মিথ্যাচার। আর এ হাতিয়ারটি নিয়ে মাঠ দাপিয়ে বেরাচ্ছে যে দলটি তার নাম বাংলাদেশ আওয়ামিলীগ। বর্তমানে দলটি নগ্ন মিথ্যাচারে লিপ্ত। ক্ষমতার অপব্যবহার কাকে বলে বাংলাদেশ আওয়ামিলীগ তার উজ্জ্বল দৃষ্টান্ত আজ আমাদের দেখাচ্ছে। আগামী নির্বাচনের আগে মাঠ ফাঁকা করার কাজে তারা মহা ব্যাস্ত। সরকারের যেন আর কোনো কাজ নেই। আর একাজে টারা মাঠে নামিয়ে দিয়েছে তাদের সন্ত্রাসী বাহিনী বাংলাদেশ ছাত্রলীগকে। তাদের অস্ত্রের ঝনঝনানিতে শুধু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো নয় সারা দেশ আজ কম্পিত। আবার সেই সোনার সন্তানদেরই দায় নিতে অস্বীকৃতি জানিয়ে দিয়েছে আওয়ামিলীগ। নুতুন একটি কায়দা আবিষ্কার করেছে দলটি। তা হচ্ছে ছাত্রলীগ যা করছে তা শিবিরের নামে চালিয়ে দেয়া। ছাত্রলীগে ঢুকে শিবের নাকি এসব করছে। আসলে মিথ্যাচারের উপর ভর দেয়ে চলছে দলটি। আর এ ব্যাপারে তারা সাহায্য নিচ্ছে মিডিয়াগুলোর। সরকারের পাচাটা মিডিয়া গ্রুপ নির্লজ্জতার সাথে চালিয়ে যাচ্ছে তথ্য সন্ত্রাস। মিডিয়ার যে অংশ সরকারকে এ ব্যাপারে সাহায্য করছে না তাদেরকে একে একে সরিয়ে দেয়ার প্রজেক্ট হাতে নিয়েছে দলটি। “বাকশাল is on its way.” কিন্তু হায়! এসবের কতটুকু বুঝছে আজকের তরুণ সমাজ। তথ্য সন্ত্রাসের শিকার হয়ে আজ তারা দিক ভ্রান্ত। তারা কি সঠিক তথ্যের সন্ধান করছে? মিথ্যাচারে লিপ্ত আওয়ামী পদলেহী মিডিয়াগুলোর অতিরঞ্জিত আর একতরফা খবরগুলো তারা গ্রহণ করে নিচ্ছে বিনা বিচারে।
দেশের তরুণ সমাজ জাগো। সত্যের সন্ধান কর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



