আমার এক ছাত্র XYZ(তার নামটি গোপন রাখা হল)। আমি তাকে কিছুদিন পদার্থ বিজ্ঞান পড়িয়েছি। অসাধারণ মাধাবী সে। সে নটোরডেম কলেজের ছাত্র।
রাবির ঘটনার পর আমি জানতে পারি সে ঢাকার এক মেস থেকে গ্রেফটার হয়েছে। সে মেসে শিবিরের ছেলেরা থাকত। XYZ শিবির করত কিনা আমি জানিনা।
দুদিন আগে জানতে পারলাম সে ছাড়া পেয়েছে।
তার কেসের ঘটনাটি নিচে POINT আকারে লিখা হল>>>>>
(১)তাকে ছাত্রলীগের এক ছেলের রগ কাটার অভি্যোগে গ্রেফতার দেখানো হয়। কিন্তু সেই ছেলের আদৌ কেও রগ কাটে নি।
(২)XYZ এর বাবা অনেক চেষ্টা করেও ছেলেকে ছাড়াতে না পেরে যার রগ কাটার অভিযোগে XYZ গেরফতার সেই ছেলের কাছে যায়।
(৩)সে মোটা অঙ্কের টাকা (২ লক্ষ্যের বেশি। Exact Figure আমার জানা নেই ) কেস তুলে নেই।
(৪)কিন্তু XYZ কে সাথে সাথে ছাত্রলীগের অন্য এক ছেলেকে Murder এর অভিযোগে গ্রেফতের দেখান হয়।
(৫) হাসির ব্যাপার হল যে ছেলেকে Murder এর অভিযোগে XYZ গ্রেফতার তার সাথেই জেলে তার পরিচয় হয়। সে আবার অন্য এক Murder কেসে গ্রেফতার হয়েছে।
(৬)পরে সে ব্যাক্তি এ বলে সাক্ষ্য দেয় যে সে জিবীত। এতে কেস উঠে যায়।
XYZ এখন মুক্ত। এ পর্যন্ত তাকে আর নতুন কেসে গ্রেফতার করা হয় নি। জানিনা এই বাকশালী সরকার আবার নতুন কনো কেস খুঁজে পায় কি না। :-&
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১০ রাত ৯:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



