তুই,তুমি নাকি আপনি
কি বলে সম্বোধন করতাম তাকে?
কিছুতেই মনে করতে পারছিনা।
কি করে এতোটা ভুলোমনা হলাম?
সেই মায়াবী চোখ দু'টি এখনও আছে
শুধু সেখানে নেই আমার জন্য ভালবাসা।
আমি হারিয়ে ফেলেছি সেই ভালবাসাকে,
যা আমাকে আর কেউ দিতে পারবেনা।
কখনো কি ফিরে পাবো না সেই ভালবাসা,
নাকি সারাজীবন এভাবেই ঘৃণা করে যাবে?
আমি তো প্রতিটি মুহুর্ত অপেক্ষায় থাকি
সেই দিনটি কবে আসবে?যেদিন আবার
সে আমাকে ভালবেসে কাছে ডাকবে,
পরম মমতায় আপন করে নিবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


