১। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা: উচ্চ আদালতের রায় পাবার আগেই তত্ত্বাবধায়ক সরকার প্রথা বিলোপ করে, ট্রানজিট দিয়ে, তিস্তা নৌকা চলাচলের অনুপযুক্ত করার কারণে, টিপাই মুখ বাঁধ নির্মাণে নীরব, ৯ মিনিটে ঢাকা সিটি কর্পোরেশন ভাগে চমৎকার পারফর্মেন্সের জন তাঁকে সেরা "গণতন্ত্র কন্যা নং-১" প্রস্তাব দেয়া হলো।
২। খালেদা জিয়া: যুতসই আন্দোলনের অনেক উপাদান থাকা সত্ত্বেও শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করা এবং ৭১ এর যুদ্ধাপরাধীদের পক্ষ নেয়ায় তাকে "জাতীয় বিবেক" উপাধি দেয়ার প্রস্তাব করা হলো।
৩। এরশাদ চাচা: ভুয়া জনসমর্থনের আশায় টিপাই-মুখ ইস্যু নিয়ে কথা বলে, আগামী সংসদে একমাত্র বিরোধীদল হিসাবে আত্মপ্রকাশের ঘোষণা দেয়ায় তাঁর "বিশ্ব-বেহায়া" পদক বহাল রাখার সুপারিশ করছি।
৪। ১৯৯৬ সালের মত গতবছর শেয়ার বাজার থেকে হাজার কোটি টাকা লোপাটে দায়ীদের বিচারের সম্মুখীন করার ব্যর্থতা, বারবার বিদ্যুৎ এবং জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, বেসরকারি ব্যাঙ্ক গুলোর টাকা কর্জ নিয়ে অর্থনীতির বারোটা বাজানোর জন্য জনাব আবুল মাল মুহিত কে "বাংলার কিংবদন্তি" উপাধি প্রস্তাব দেয়া হলো।
৫। সড়ক দুর্ঘটনায় মিশুক মুনীর, তারেক মাসুদের মৃত্যু,সড়ক দুর্ঘটনা প্রতিরোধে, যোগাযোগ মন্ত্রণালয়ের চরম উন্নতি এবং গত বছরের সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব প্রাক্তন যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন কে "বছরের সেরা ব্যক্তিত্ব" উপাধি প্রস্তাব দেয়া হলো
৬। যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে শক্তিশালী ট্রাইব্যুনাল ঘটন এবং গত ২ বছরেও উপযুক্ত অভিযোগ আনতে ব্যর্থ (বিচারক কর্তৃক ফেরত পাঠানোয়) আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল হাসানকে "বাঁচাল শ্রেষ্ঠ উপাধি" প্রস্তাব দেয়া হলো।
৭। জনগণের টাকায় রাষ্ট্রীয় সফরে সেঞ্চুরি করার জন্য, বিজয়দিবসে ভারতীয় সীমান্ত বাহিনী BSF কর্তৃক বাংলাদেশী হত্যা, অসুস্থ চিকিৎসাধীন প্রয়াত আব্দুর রাজ্জাককে দেখতে না যাওয়া, বিদেশ সফরে ফলপ্রসূ কিছু না পাওয়ায় ডাক্তার দিপুমনিকে "ন্যুজ পররাষ্ট্র মন্ত্রী" উপাধি প্রস্তাব দেয়া হলো
৮। পুলিশকে উস্কে দিয়ে ,রাষ্ট্রীয় ভাবে লালন করে দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা ঘুষখোর হিসাবে পরিচিত করার জন্য, পুলিশকে দলীয় ঠ্যাঙ্গারে বাহিনী হিসাবে ধরে রাখার সার্থকতার জন্য, গুম খুন, দলীয় সন্ত্রাসকে লালন করার জন্য, মিরপুরের বহুল আলোচিত ছাত্র হত্যা, বুটের তলায় জাতীয় সংসদের হুইপকে রাখার সার্থকতার জন্য মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে "শান্তির পায়রা ২০১১" উপাধির প্রস্তাব দেয়া হলো
৯। বছরের সেরা পরামর্শক হিসাবে সকল উপদেষ্টাদের জাতীয় বুদ্ধিজীবি..............২০১১ দেয়া হোক
১০।------------------------------------
১১।------------------------------------
১২।------------------------------------
---------------------------------------
ভাবনা ২০১২: মিরপুরের মনিপুর স্কুলে উন্নয়ন তহবিল বাবদ সরার নির্ধারিত ৫০০০ টাকার বদলে ২০০০০ টাকা দাবীর বিরুদ্ধে আন্দোলনরত অভিভাবকদের এবং স্থানীয় সাংসদ কামাল মজুমদারের অনুষ্ঠান কাভার করতে গিয়ে RTV এর সাংবাদিক অপর্ণা সিং কে মারপিট করার দায়ে কামাল মজুমদারকে "বীর বাঙালী ২০১২" উপাধি নগদ দেয়া যায় কিনা তা পাঠকের কাছে জানতে চাইছি।
ছবি: ইন্টারনেট

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



