কবি বন্ধু মুজিব মেহদী কইছেন: বুদ্ধ্যংক পরিমাপ শেষে একটা সনদ বর্তমান সরকার পাচ্ছে, কারণ তাদের আইকিউ পাঁচের কম। এ বিবেচনায় তিনি তাদের সার্টিফিকেট দিতে রাজি (আবার রাজিও না)। আমি তার উদারতার প্রশংসা করছি।
তবে তার একটা প্রশ্নও আছে, সেটা হল বুদ্ধ্যংক যদি Intelligence quotient হয়, তাহলে চাটাংককে কী বলা যায়?
এই কথা বইলা ওস্তাদ বিপদে ফেলাইয়া দিছেন। কারণ আমাদের উপনিবেশি প্রভুরা এর জন্য কোনো টারমিনলজি বানান নাই। অতএব প্রভুর বদনপাণে দৃষ্টি দিলে এর কোনো অর্থ খোঁজে পাওয়া যাবে না। এ সুযোগে পথিকৃৎ স্বদেশী হওয়ার বাসনায় আমরা কিছু চেষ্টা করতে পারি। এটা হিসেব করার কয়েকটা পদ্ধতির কথা বলা যাইতে পারে।
জৈব-রাসায়নিক পদ্ধতি: চাটার পর যাদের পরিপাকতন্ত্রে কোনো বিরূপ প্রতিক্রিয়া হয় না তারা যথার্থ চাটার দল। বঙ্গবন্ধু এদের নিয়ে বেজায় মুসিবতে ছিলেন। এদের চাটাংকের শতকরা পরিমান একশ। চাটার কাজে এরা যদি বউদের কাজে লাগান তাহলে মাপে আরো একশ যোগ করতে হবে। প্রক্রিয়াটি ভালভাবে শেখার জন্য এরশাদের ডারলিং জিনাতের হাজবেন্ড মোশাররফ সাহেবের পরামর্শ নেয়া যেতে পারে। যাই হোক, এ ক্ষেত্রে চাটাংকের ইংরেজি হবে Co-efficient of Sipping (especially the ass of the master)|
কর্মচারী পদ্ধতি: বড় কর্তা যা কইবেন তা-ই সই। যদি বলে এবারের ঈদের চান্দে গুয়ের গন্ধ তা-ও সই। কিন্তু এটাও যথেষ্ট নয়। কারণ জান বাচানি ফরজ। আপনি তখনই উত্তম চাটুয়া হবেন যদি বলতে পারেন, স্যার খালি কি গুয়ের গন্ধ! একবারে কালা কুত্তার গুয়ের গন্ধ। বস যদি ভুল সিদ্ধান্ত নেয়, তাহলে বলবেন, এ সিদ্ধান্ত যুগান্তকারী, খুব কম লোকেরই এমন সাহসী সিদ্ধান্ত নেয়ার মতো বুকের পাটা আছে। যদিও আপনি জানেন, এ সিদ্ধান্তের কারণে খুব দ্রুতই রামধরা খেতে হবে। এক্ষেত্রে চাটাংকের ইংরেজি হবে Co-efficient of Lapping।
প্রেমিক পদ্ধতি: এর বিস্তারিত ব্যাখ্যার দরকার নেই। এ ক্ষেত্রে চাটাংকের ইংরেজি হবে Co-efficient of Bashing।
গোপাল ভাঁড়ের পদ্ধতি: বিষয়টা যখন কেবলই চাটাচাটির (অর্থাৎ দ্বিপক্ষীয় বিষয়) তখন চাটাংকের ইংরেজি হবে Intensity of Mutual Lactation। জোটবদ্ধ হতে ইচ্ছুক রাজনীতিকদের ক্ষেত্রে এটা প্রযোজ্য।
সাহিত্যিক পদ্ধতি: প্রমোশনের লোভে, অথবা খ্যাতির লোভে বড়কর্তা বা ক্ষমতাবানদের চেটে দেওয়ার জন্য সাহিত্য পয়দা করা যেতে পারে। এক্ষেত্রে কবিতা লেখাই উত্তম। এর ইংরেজি হবে Co-efficient of Licking।
অনুরোধ: এর বাইরে কিছু থাকলে নিজেরা বানাইয়া লন। না পারলে মুজিব মেহদীর শরণ লন। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০০৮ রাত ১০:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



