মালিক ইবন দিনার একদিন বসরার রাস্তায় হাটছিলেন। সেসময় তিনি কোন এক ধনী ব্যাক্তির একটি দাসী দেখতে পেলেন যে আরহী অবস্থায় ছিল এবং তার সেবা করার জন্য সাথে কিছু খাদেমও ছিল। তাকে দেখামাত্র মালিক ইবন দিনার উচুস্বরে বললেন ওহে দাসী তোমাকে কি তোমার মালিক বিক্রয় করবে ?
দাসীটি বললঃ আপনি কি বললেন ?
মালিক আবার বললেনঃ তোমাকে কি তোমার মনিব বিক্রয় করবে?
দাসীটি এবার বললঃ যদি তিনি আমাকে বিক্রয় করেনই তবু কি আপনার মত কেউ আমাকে কিনতে পারবে ?
মালিক বললেনঃ হ্যা। আমি তা পারি। তোমার চেয়ে উত্তম দাসীও আমি কিনতে পারি।
একথা শুনে দাসীটি হাসল। এবং (তার সাথে থাকা কাউকে) মালিককে তার বাস স্থলে নিয়ে আসতে বলল। বাসায় ফিরে সে তার মনিবের সাথে সবকিছু খুলে বললে সেও হাসল এবং মালিককে তার সামনে হাজীর করতে বলল। মালিক যখনই ঘরে প্রবেশ করলেন দাসীটির মনিবের মনে মালিকের প্রতি শ্রদ্ধা সৃষ্টি হল। সে বলল - আপনি কি চান ?
মালিক বললেনঃ আপনার দাসীটি আমার নিকট বিক্রয় করুন।
সে বললঃ আপনি কি তার দাম দিতে পারবেন ?
মালিক বললেনঃ আমার কাছে তো দাসীটির দাম চুষে ফেলে দেওয়া হয়েছে এমন দুটি খেজুরের আটির সমান।
তার কথা শুনে উপস্থিত সকলে হাসল। ধনী ব্যাক্তিটি বলল।
- কিভাবে আপনার নিকট এই দাসীটির মুল্য এরকম হতে পারে ?
তিনি বললেনঃ - কারন দাসীটির ভিতর অগনিত ত্র“টি রয়েছে।
লোকটি বললঃ- তার ভিতর কি কি ত্রুটি রয়েছে ?
মালিক এবার বলতে আরম্ভ করলেনঃ সে সুগন্ধি ব্যাবহার না করলে তার শরীর দুর্গন্ধময় হয়ে যায়, মিসওয়াক না করলে মুখ গন্ধ হয়ে যায়, চিরুনি ও তেল ব্যাবহার না করলে মাথায় উকুন হয় এবং চুল এলোমেলো হয়ে যায়। কিছুকাল বয়স হলেই বৃদ্ধ হয়ে যায়। তার হায়েজ হয়, তার ভিতর প্রসাব পায়খানার মত ময়লা আবর্জনা রয়েছে। তার মন খারাপ হয়, সে দুশ্চিন্তাগ্রস্ত ও বিষন্ন হয়। সম্ভবত সে আপনাকে কেবল নিজ স্বার্থেই ভালবাসে এবং আপনি তাকে সুখে রেখেছেন বলেই আপনাকে পছন্দ করে। আপনি তার নিকট যা কিছু চান সে আপনার সব চাহিদা পুরা করতে অক্ষম। যতটুকু প্রেম সে প্রকাশ করে তার পুরোটা সত্য নই। আপনার পর যে কোন পুরুষই তার জীবনে আসবে তাকে সে আপনার মতই ভালবাসবে ও পছন্দ করবে।
আপনি আপনার দাসীটির জন্য যে মুল্য চেয়েছেন তার তুলনায় অনেক কম মুল্যে আমি এমন এক দাসী ক্রয় করব যা কাফুর, মিস্ক এবং রত্ন দিয়ে তৈরী। তার লালা সমুদ্রের পানিতে মিশ্রিত করলে সমুদ্রের লবনাক্ত পানি মিষ্টি হয়ে যাবে। তার মিষ্টি কন্ঠের ডাক শুনলে মৃতও সাড়া দেবে। যদি তার হাতের কবজি প্রকাশ হয়ে পড়ে তবে সূর্য অন্ধকারচ্ছন্ন হয়ে যাবে, তাতে গ্রহন লেগে যাবে। আধার আলোকিত ও উজ্জল হয়ে উঠবে। যদি সে তার পোশাক ও অলংকার সহ দিগন্তে দৃশ্যমান হয় তবে অসীম ও অনন্ত দিগন্ত সুগন্ধ ও অলংকৃত হয়ে যাবে। সে বেড়ে উঠেছে মিসক জাফরানের বাগানে, ইয়াকুতের তৈরী ঘরে। নিয়ামতের তাবুর অভ্যন্তরেই সে কেবল বিচরন করেছে এবং তাসনীম নামক ঝর্নার পানি দ্বারা তৃষ্ণা নিবারন করেছে। সে তার ওয়াদার খেলাফ করে না তার ভালবাসা পরিবর্তিত হয় না। তাহলে এদুজন দাসীর মধ্যে কে বেশি মুল্য পাওয়ার যোগ্য!
ধনী ব্যাক্তিটি বললঃ আপনি যে মেয়েটির কথা বললেন সেই বেশি মুল্যের যোগ্য।
মালিক ইবন দিনার বললেনঃ এমন মেয়ে বিদ্যমান এবং সহজলভ্য। তা ক্রয়ের জন্য যে কোন মুহুর্তে প্রস্তাব করা যেতে পারে।
লোকটি বললঃ আল্লাহ আপনাকে রহম করুন তার মুল্য কি ?
তিনি বললেনঃ পছন্দনীয় কিছু পাওয়ার জন্য সব চেয়ে কম যা ব্যায় করা হয় তাই তার মুল্য। শুধু এতটুকু যে, তুমি তোমার রাতের একটি অংশে অন্য সকল ব্যাস্ততা থেকে অবসর নিয়ে ইখলাসের সহিত দুরাকাত সলাত পড়বে। তোমার খাবার সামনে হাজীর হলে নিজে অভুক্ত থেকেও ক্ষুধার্ত ব্যাক্তিকে খাওয়াবে। অথবা পথ হতে পাথর বা আবর্জনা সরিয়ে ফেলবে। কম এবং প্রয়জনীয় পরিমানে সন্তুষ্ট থেকেই এই দুনিয়ার জীবন অতিবাহিত করবে। এই ধোকা ও প্রতারনাময় জিন্দেগী যেন তোমার মনযোগ আকর্ষন না করে। তুমি এখানে অল্পে তুষ্ট হলে আগমীকাল কিয়ামতের দিন নিরাপদে সম্মানিত অবস্থানে অধিষ্ঠিত হতে পারবে। এবং মহাসম্মানিত প্রভুর সান্বিধ্যে সুখময় স্থানে চিরস্থায়ী হতে পারবে।
এখন আপনি সিদ্ধান্ত নিন এমন স্ত্রী কি ক্রয় করবেন কিনা ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



