যে আমাকে ভালবেসে দুঃখ দিয়ে যায়
তার কাছে ভালবাসার কোন মুল্যনাই
ওরে মন ও নিঠুর মন
কষ্টে আছি কেঁদে বলে আমার এ জীবন।
হীরে আর যহরতে আসেনাতো সুখ
তার খুজে ভেঙ্গে গেছে আমার এই বুক
যানেনা সে এখনও যে করি স্মরন।
ওরে মন ও নিঠুর মন
কষ্টে আছি কেঁদে বলে আমার এ জীবন।
দু চোখেরই লোনা জলে দুঃখেরই দহন
খুশি হবে শুনবে যখন আমারই মরন
স্মৃতিরা বারেবারে বলে সারাক্ষন।
ওরে মন ও নিঠুর মন
কষ্টে আছি কেঁদে বলে আমার এ জীবন।
ইতি
তোমার ভালবাসার ভিখারী

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



