আরো বেশি ব্যাথা দাও আমাকে
সে ব্যাথায় নিশ্বেস হয়ে যেতে চাই।
জ্বালনা আগুন আরো মনেরই সুখে
সে আগুনে জ্বলে পুড়ে হব আমি ছাই।
আমার বসন্ত হারিয়ে গেছে চিরতরে
সুখের জীবন কখনো পাবোনা জানি ফিরে।
অন্ধকরে দাও মিনতি আমার
আধাঁরের মাঝে আমি খুজে নেবো ঠাঁই
আরো বেশি ব্যাথা দাও আমাকে
সে ব্যাথায় নিশ্বেস হয়ে যেতে চাই।
তোমার সীমান্তে হয়েছি আমি সাথী হারা
যতই ডাকি কখনো দেবেনা তুমি সাড়া
বন্ধ করেছ মনেরই দুয়ার দেবেনা
ভালবাসা যত আমি চাই।
আরো বেশি ব্যাথা দাও আমাকে
সে ব্যাথায় নিশ্বেস হয়ে যেতে চাই
জ্বালনা আগুন আরো মনেরই সুখে
সে আগুনে জ্বলে পুড়ে হব আমি ছাই।
ইতি
তোমার ভালবাসার ভিখারী

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



