Kisholoy Academy School and College
একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান

এই স্কুলে আমি পড়েছি
সকাল সকাল ছুটে গিয়েছি
গল্প-কবিতা-ছড়া পড়েছি
খেলা-ধুলায় মেতে রয়েছি।
বড় হবার সংকল্প করেছি
ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে চেয়েছি।
দেশ-বিদেশে ঘুরার স্বপ্ন-
সাধারণ জ্ঞানের ছিলাম মগ্ন!
প্রথম আলো বর্ণমালা শিখেছি
তাইতো বাংলা ভাষা জেনেছি।
বাংলা ভাষা, বাংলাদেশ ভালোবাসি
সেজন্য আমার সুখের হাসি!
উপরের বিদ্যালয়টি ঢাকার উত্তরা ১২নং সেক্টরের সংলগ্ন বাইলজুরী যাত্রাবাড়ি এলাকায় অবস্থিত। স্থাপিতঃ ১৯৯৪ ইং থেকে ধারাবাহিক ভাবে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা প্রদান করে যাচ্ছে। এই প্রতিষ্ঠানটিতে সম্ভব্ত আমার পড়ালেখার করার ৩য় পাঠশালা। ১৯৯৬ ইং সালে ২য় শ্রেনীতে ভর্তি হই। কিন্তু পড়ালেখায় ভালোবাবে চালিয়ে যেতে পারছিলাম না বলে ১ম শ্রেনীতে নামিয়ে দেয়। সেই থেকে টানা ৫ম শ্রেনী (২০০০ ইং সাল) পর্যন্ত পড়ালেখা করি। এখনো এই শিক্ষা প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। স্কুলের পড়া স্কুলেই শিখিয়ে দেয়ায় আমার প্রাইভেট পড়তে হত না। শুরু থেকে স্কুল ছিল এখন কলেজে উন্নীত হয়েছে। কিছু লেখার চেষ্টা...
সাইফুল ইসলাম সাইফ
০৫.০৯.২০২২
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




