মনে হলো সে, নিতে এসেছে আমার খোঁজ
এমন ভাবনা দেখলেই তরুণী, বুঝি রোজ!
এই অনুভব দীর্ঘদিন যাবত হয় না শেষ
আছি একা, সুখে-দুখে হেসে-কেঁদে বেশ!
চোখে চোখ পরলেই ভাবি, আমি পছন্দ তাঁর
এভাবে কাটে মুহূর্ত, দিন, ঘটনা ঘটে বারবার।
ভালোবাসা খুঁজে খুঁজে যায় যায় আমার দিন
বিষাদে এখনও বিরহে, চাওয়া সুখের প্রতিদিন।
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




