স্বপ্ন বোনে
সাইফুল ইসলাম সাঈফ
এই ফুল সুন্দর, ওটাও সুন্দর
তার পরশও সুখের, তৃপ্ত অন্তর।
কিন্তু নিষেধ! তাই কেবল ভুল
সবার কাছে খুব সুন্দর ফুল!
অন্যে হলেও করা যায় নিজের
হারিয়ে গেলেও চাইলে মিলে ফের।
তুমি ইচ্ছে করলে জানো আমাকে
হয়তো ভালো লাগতে পারে তোমাকে।
পিছুটান আমায় করেছে একেবারে নিঃস্ব
আমার সম্পত্তি নাই কোনো নিজস্ব।
নির্লজ্জ হইও না কিন্তু তা মন্দ
যা অনেককে করে দেয় অন্ধ!
ছুঁতে ইচ্ছে করে আমার কত
এই চাওয়াতে সবশেষ পূণ্য যত।
এখন শুধু হাহাকার, হাহাকার, হাহাকার
উঠে দাঁড়াই, জীবিত তাই বারবার।
আমায় নিয়েও স্বপ্নীল স্বপ্ন বোনে
জানতে পারিনি, বলেনি কেউ কানেকানে।
উত্তরা, ঢাকা।
২৪.০৮.২০২৩
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:২৯