আবরণ
সাইফুল ইসলাম সাঈফ
শালীন আবরণ আল্লাহর চূড়ান্ত নির্দেশ
এতে নারী-পুরুষ উভয়েই বেশ!
অনাবৃত থাকা যাবে না, নিষেধ
মূল্যহীন হইও না, করোনা ভেদাভেদ।
আঁটসাঁট সৌন্দর্য জীবনের অতি ক্ষতি
যা অনিচ্ছায় দেখে নষ্ট মতি।
এই যুবক বলছি আমি ক্ষতিগ্রস্ত
কারণ যা তরুণীর সুরম্য সমন্ত!
স্বীয় এখনও অবিবাহিত, ভীষণ একা
কিভাবে হয়েছে সম্ভব নিঃসঙ্গ থাকা!
একলা থাকতে থাকতে নিজে পাগল
তবুও অবৈধ করতে পারেনি দখল।
তোমরা প্রকাশ্য করে দিয়েছ প্রকাশ
মন্দে যাদের নেই রুচি অবকাশ।
আমি চাই না নগ্ন দেখতে
শেষ করে দিয়েছে রুপ রাতে।
যুবকের আড্ডায় আলোচ্য কী অতি
কুরুচি কথা বলে করে রতি!
তোমার ঢিলেঢালা সাদামাঠা সাজই সুন্দর
এটাই করে আকর্ষণ কাড়ে অন্তর।
উত্তরা, ঢাকা।
২৬.০৮.২০২৩
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫০