উৎসাহিত ভাষণ
সাইফুল ইসলাম সাঈফ
দীপ্তি! সাতই মার্চের উৎসাহিত ভাষণ
এতদিন পরেও আমার হৃদয়ে কম্পন!
আমিও বাংলার বন্ধু, মানবিক কিছু
মিথ্যের পেছে ছুটি না, পিছুপিছু...
আপনার ধর্ম যা আমার তা
আসুন উন্নতি করি, করেন সমতা।
স্বীকার করলাম করেছি বহু অন্যায়
আপনার ভীষণ কষ্ট আমায় ভাবায়।
আমায় ছাড়া, হবে কখনো অগ্রগতি
সত্যি বলছি আপনি খুবই বুদ্ধিমতি।
বাংলায় বলতে ভালো লাগে, ভালবাসি
ভাত খেয়ে পেট ভরলে হাসি।
বিরুদ্ধে যারা তাদের নিয়ে আগাই
আলোকিত হয়ে মানুষ গুলোকে বাঁচাই।
সেক্টর-০৫, উত্তরা, ঢাকা।
০৮.০৩.২৪
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০২৪ সকাল ১১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



