রমণী
সাইফুল ইসলাম সাঈফ
রমণী তোমায় খুঁজি রূপ-সৌন্দর্যে
এটার আছে গুরুত্ব কারণ সুন্দর!
রমণী তোমায় খুঁজি বংশ-মর্যাদায়
কারণ আভিজাত্যে বিদ্যমান গৌরব-সম্মান।
রমণী তোমায় খুঁজি ধন-সম্পদে
কারণ যা লাগে বিপদ-আপদে।
রমণী তোমায় খুঁজি দ্বীন-ধর্মে
কারণ গুণী বুঝা যায় কর্মে।
উন্নত চরিত্রের মানুষ হয় সফল
প্রেরণা-আশা পেলে অসম্ভব বিফল।
এসো হে তরুণী উজ্জীবিত করো
চিরদিনের জন্য আমার হাত ধরো।
কারণ আমার প্রাধান্যে সত্য অন্তর
ধৈর্য-সহ্য করে আছি অতঃপর-
এসো উৎফুল্ল, এসো প্রফুল্ল, রহস্য
সদা থাকি যেনো খুশি-হাস্য!
অল্প ধার্য করো তোমার দেনমোহর
নিঃসঙ্গ বিরহে কেটে যায় প্রহর।
উত্তরা, ঢাকা।
২৯.০৯.২০২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


