পড়ুন
সাইফুল ইসলাম সাঈফ
পড় তোমার প্রভুর নামে, মা
আমি তো পড়তে পারি না!
তাহলে শিখুন
এই বয়সে সম্ভব না!
তবে কী অন্ধকারে সারাজীবন
একটুও ইচ্ছে নেই শিখতে এখন।
না! না! ভালো লাগে না
তাইতো পড়া বাতলে দিতে পারো না!
তাই তো তোমার কাছে
কিছু জানতে পারি না!
যে ঘরে মা শিক্ষা বিমুখ
সে ঘরে দেখবে কী করে আলোর মুখ।
যখনই আগ্রহ হবে তখনই শেখো
আলোকিত হও, আলো হৃদয়ে মাখো।
শেখার বিষয়ে দিতে হবে খুব গুরুত্ব
তা না হলে হারাবে স্বত্ব।
বিভিন্ন পরিস্থিতির কারণে আমরা পিছিয়ে
অজানা জানতে পারলে যাবো এগিয়ে।
আপনি পড়তে পারেন? না!
আপনি ঘুটঘুটে আঁধারে…
আমিও আলোহীন পথ চলি
সবসময় এলোমেলো কথা, মন্দ বুলি বলি।
হে প্রভু আমায় শিখিয়ে দাও
আমার জ্ঞান বাড়িয়ে দাও।
উত্তরা, ঢাকা।
৩০.০৯.২০২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


