প্রত্যুত্তর
সাইফুল ইসলাম সাঈফ
প্রত্যুত্তর পেলাম না, চুপ থাকে
কে জানে, কেমন স্বপ্ন আঁকে।
জীবন চলছে ধীর, আঁকাবাঁকা পথে
কেউ এলো না পাশে, সাথে।
অযথাই আওড়াই কত দুঃখের কথা
কমে না আরো বাড়ে ব্যথা।
সূর্য উঠে আর সূর্য ডুবে
কে জানে, কে আমার হবে।
অর্থহীন সমস্যা সমাধান হয় না
যতই দেখি স্বপ্ন, করি আল্পনা।
আমার পছন্দ না এত দীনতা
আমার পছন্দ স্বচ্ছলতা আর পূর্ণতা।
শূন্য পকেটে হয় না যথাযথ
প্রায় লক্ষ্য উদ্দেশ্য হয় ব্যর্থ।
আত্মচিৎকার করেও লাভ নেই কোনোখানে
পৌঁছায় না আওয়াজ কারো কানে।
একা একাই কতকিছু বলে যাই
দিন যাচ্ছে আমার আনন্দ ছাড়াই।
প্রতিটি বস্তু হতে হয় নির্গত
বর্জ্য; পূণ্যে মিলবে স্বর্গ চমৎকৃত।
বেঁচে থাকার জন্য অঢেল বিত্ত
লাগে না; অর্থ ছাড়া চিত্ত
প্রশান্ত আর হয় না, বেদনা
সাদাসিধা চলাই আমার স্বপ্ন সাধনা।
উত্তরা, ঢাকা।
৩১.১০.২০২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


