বৃত্তের সীমা
সাইফুল ইসলাম সাঈফ
নির্দিষ্ট করে দিয়েছ, বৃত্তের সীমা
আল্লাহ করেছি পাপ কর ক্ষমা।
কেনো আমার হয় না কল্যাণ
আমি হয়ে যাচ্ছি একদম বেমানান।
যথাযথ সময়ে কিছু হয় না
তোমার কাছে করছি আমি বায়না।
চেষ্টা করলে যায় সব বিফলে
নিদারুণ কষ্ট করছি, কী ফলে?
তুমি জানো কীভাবে গেলো দিন
সুখের ছিল না, আনন্দ বিলীন।
দোষ যা করেছি, করতে চাইনি
তবুও হয়েছে, নিয়ন্ত্রণ করতে পারিনি।
প্রেয়সী ছাড়া কেটে গেলো দিন
যা খুবই কষ্টদায়ক রাত-দিন।
উত্তম সঙ্গিনী জুড়ে দাও আমায়
তা-না হলে যাবে বৃথায়।
দাও এমন সম্পদ চলতে পারি
শীতল করবে চোখ এমন নারী।
পারছি না ধৈর্য ধরতে, অসহ্য
বুঝতে পারছি না তোমার রহস্য।
কারো মনে দাও আমার জন্য
প্রেম জাগিয়ে, হতে চাইনা বন্য।
উত্তরা, ঢাকা।
০১.১১.২০২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


