সুপারি ফুল
সাইফুল ইসলাম সাঈফ
গ্রাম বাংলা ঘরে ঘরে জনপ্রিয়
প্রায় সবাই খায় পান সুপারি
খুব সুন্দর লাগে সুপারি ফুল
মায়ের নেশা, তাকে করে আকুল।
সুপারি গাছও অনেক সুন্দর
সুপারি খেয়ে বহুজনের খুশি অন্তর।
কত যে বারণ করেছি খেওনা মা
তবুও খায় আর ছাড়ে না।
পান সুপারি খেয়ে খেয়ে
হয়েছে কত ক্ষতি!
ডাক্তার বলেছে ছাড়ুন এটা নেশা
কষ্ট পায় ভীষণ, হয় নিরাশা।
শুনে না কারো কথা
বললে পায় মনে ব্যথা।
সারা বছর খেয়ে যায়
আড্ডা জমে আর থাকে ভাবনায়।
এ আসে সে আসে
গল্পে গল্পে খায় মিলেমিশে।
পান সুপারি মায়ের প্রতীক
মায়ের পছন্দ, মনের খোরাক অধিক।
উত্তরা, ঢাকা।
৩১.১২.২০২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

