কতকিছুতে প্রাপ্তি
সাইফুল ইসলাম সাঈফ
প্রতিদিন ক্ষুদ্র ক্ষুদ্র কতকিছুতে প্রাপ্তি
প্রতিদিন কত ঘটনায় আনন্দ-তৃপ্তি!
প্রতিদিন জুটে কত ধরনের খাবার
নিমিষে শেষ হয়, সৃষ্টি আবার।
অজানা কোন মাঠে, কোন দেশে
হয় উৎপাদন; কত রকম পরিবেশে।
পাখিরা ডাকে ডালে ডালে সুখে
মুছে যায় যন্ত্রণা থাকা দুখে।
হাসি-খুশির রেশ জীবনে আছে
অহেতুক ভাবি আমরা সব মিছে।
কী বিচিত্র, কী বিস্ময় পৃথিবীতে
কতকিছু ভেবে রাখি আমরা কল্পনাতে।
মানুষের ভাবনার মতো যদি চলে
ধ্বংস হবে সকলে, ক্ষতিগ্রস্ত ফলে।
প্রকাশ্যে দেখা যায় দূষিত দুনিয়া
বৈধে অনীহা, অবৈধ করে রতিক্রিয়া।
ক্ষতি কী, না হলো পছন্দসই
মেনে নিলে হয় তা মানানসই।
জন্ম প্রক্রিয়া সবার একই রকম
কেউ উলঙ্গ চলে, কারো শরম।
ঐশী বাণী মানব জাতির জন্য
বিশ্বাস না করে অসংখ্য বন্য।
প্রতিটি পরিস্থিতিতে আছে বিশেষ জ্ঞান
কেউ সুপথ দেখে, কারো ম্লান।
উত্তরা, ঢাকা।
০১.০২.২০২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


